Collfix pro সেরা আর্নিং অ্যাপ

হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন ? আশা করি আপনারা যে যেই অবস্থানে আছেন সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো আছেন । আমিও বেশ ভালো আছি । আপনারা যে যেই অবস্থানে আছেন সে সেই অবস্থানে থেকে সর্বদা সুস্থ দেহে সুস্থ মনে বেশ ভালো থাকুন এ প্রত্যাশাই ব্যক্ত করি সব সময়।

প্রতিবারের মতো আজকেও আমি নতুন একটি আর্নিং অ্যাপ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি grathor.com এর সুপ্রিয় পাঠক পাঠিকাগণ যারা নিয়মিত আমার আর্টিকেলগুলো পড়ে থাকে তাদের কিছুটা হলেও এই আর্টিকেলটি পড়ে নিজেদের উপকারে আসবে।

আপনারা হয়তো অ্যাপ দিয়ে আয় করার কথা নিশ্চয় শুনেছেন! অনলাইন থেকে আয় করার জনপ্রিয় এবং সহজ একটি উপায় হলো অ্যাপ দিয়ে আয়৷ তাই আজকে আমি এমন একটি অ্যাপ আপনাদের কাছে শেয়ার করব, যেখানে আপনাকে তেমন বেশি কাজ না করেও আপনি কয়েকদিনই কিন্তু ঘরে বসেই এই অ্যাপ থেকে বিকাশে অথবা টপ আপে পেমেন্ট নিতে পারবেন।

এবার তাহলে কথায় আসি। তো বন্ধুরা যে অ্যাপটির কথা আমি বলছি  সেটা হলো Collfix pro । এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলেই পেয়ে যাবেন। অ্যাপটিকে প্রথমে ফাইন্ড আউট করার পের অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে।

ডাউনলোড করতে বেশি এমবি লাগবে না। তারপর ডাউনলোড করার পর অ্যাপটিতে প্রবেশ করে আপনাকে সাইন আপ করতে হবে। তবে উল্লেখ্য যে সাইন আপ না হলে জিমেইল দিয়ে সাইন আপ করে  নিবেন। নিচে আমি অ্যাপটির লিঙ্ক দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই  আমার রেফার কোড ব্যবহার করবেন। রেফার কোড ব্যবহার করা আবশ্যক।

রেফার কোড দিয়ে আপনি যদি সাইন আপ করেন তাহলে আপনি ০.১০ ডলার পাবেন এবং আমি পাব ০.১৫ ডলার। রেফার কোড না দিলে বোনাস পাবেন না। আর এখানে আয় করার অনেক উপায় আছে। অ্যাপে প্রবেশ করার পর কিভাবে কাজ করবেন বুঝতে না পারলে how to work এ ক্লিক করুন।

এখানে কাজের ভিডিও দেয়া আছে।আর এখানে মাত্র ২ ডলার হলেই আপনি টপ আপে মানে রিচার্জে এবং ৫ ডলারে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। আর এখান থেকে দৈনিক পেমেন্ট করা হয়। আর আপনিও সাইন আপের পর আমার মতো রেফার করে আয় করতে পারবেন।

আর যেহুতু প্রতি রেফারে ০.১৫ ডলার দেয়া হচ্ছে তাই আপনি শধু ১০ জনকে রেফার করলেই ২ ডলারের মতো পেয়ে যাবেন। আর তার কাজের ১০% কমিশন।

My Refer Code :539989
This APP Link : https://link.grathor.com/gS

উল্লেখ্যঃ বর্তমানে প্রায় সমস্ত আর্নিং অ্যাপসমূহে কাজ করতে গেলে আপনাকে VPN কানেক্ট করে তারপর কাজ করতে হয়। কিন্তু সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যে VPN ব্যবহার করে নেট স্পিড প্রথমদিকে বৃদ্ধি পেলেও পরবর্তীতে ফোনের নেট স্পিড কমে যায়। তখন VPN ব্যবহার না করে আপনি প্রথমে আপনার ফোনে যেই স্পিড পেতেন, ধীরে ধীরে সেই স্পিড আর পাবেন না।

তবে এই অ্যাপে কাজ করতে আপনাকে VPN লাগবে না। আপনি VPN ছাড়াই কাজ করতে পারবেন।

আশা করি সবাই বুঝতে পেরেছেন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.