যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে ঘুরে বেড়াচ্ছেন তারকারা, সোশ্যাল মিডিয়ায় ঝলক

দেশের বিনোদন জগতের তারকাদের কেউ পেশাগত কাজে, কেউ আবার সম্পূর্ণ অবকাশযাপনের জন্য পাড়ি জমিয়েছেন বিদেশে। তাদের এই সফর শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই; সুযোগ পেলেই তারা ঘুরে বেড়াচ্ছেন, উপভোগ করছেন স্থানীয় পরিবেশ ও সংস্কৃতি। আর সেই আনন্দঘন মুহূর্তগুলো শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এক নজরে দেখে নেওয়া যাক তাদের এই রঙিন যাত্রার কিছু চিত্র।

গায়িকা আঁখি আলমগীর এখন যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন। তবে কাজের ফাঁকেও আনন্দে মেতে আছেন তিনি। সম্প্রতি তিনি কয়েকটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘কয়েক ঘণ্টার আনন্দ। নাসরিন জামান, ভালোবাসি তোমাকে। মাত্র কয়েক ঘণ্টায় আমরা কয়েক বছরের আনন্দ উদ্‌যাপন করলাম।’ তাঁর পোস্টে উচ্ছ্বাস আর বন্ধুত্বের গভীরতা স্পষ্ট।

মডেল ও অভিনেতা মামনুন ইমনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বর্তমানে তিনি সময় কাটাচ্ছেন বন্ধুদের সঙ্গে। তার ফেসবুক পোস্টে দেখা যায়, কফি হাতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি। ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘কফি আমাকে আরও বেশি শক্তিশালী করে।’ ইমনের এই ঘোরাঘুরির ছবি তাঁর অনুরাগীদের বেশ মন জয় করেছে।

অন্যদিকে মডেল ও চিত্রনায়ক নিরব এখন নিউইয়র্কে। কাজ ও ভ্রমণের মধ্যকার এই সময়টাকে উপভোগ করতে ভুলছেন না তিনিও। তিনি তাঁর একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘হ্যালো নিউইয়র্ক।’ উঁচু ভবন আর শহরের আলোকিত রাতের পটভূমি তাঁর ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

নিউইয়র্কেই আছেন আরেক জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম। স্বামী সনি পোদ্দারের সঙ্গে টাইমস স্কয়ারে তোলা কিছু ছবি পোস্ট করে মিম জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। তার এই ছবিগুলোতে তাদের সম্পর্কের মধুরতা প্রকাশ পেয়েছে।

অভিনেত্রী সাবিলা নূরও নিজের ভ্রমণ নিয়ে ব্যস্ত। তিনি টেক্সাসে তার বড় বোনের কাছে গেছেন। সবুজ প্রকৃতি আর শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য তিনি প্রায়ই যুক্তরাষ্ট্রে যান। একটি স্থিরচিত্রের ক্যাপশনে লিখেছেন, ‘বেগুনি রঙে প্রশান্তি খুঁজে পাই।’ নতুন বছরের শুরুতেই তার দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাজ্যে ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী পারসা ইভানা। নাটক ও ব্যস্ততার মাঝেও সময় বের করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ঘুরতে গেছেন তিনি। ক্যাম্পাসে তোলা কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘অক্সফোর্ড হচ্ছে জীবন্ত গল্পের বই, আমি গর্বিত এই বইয়ের পাতা হতে পেরে।’ ইভানার ভ্রমণ ও তার ক্যাপশন অনুরাগীদের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।

দেশের তারকাদের এই ঘোরাঘুরির ছবি আর গল্পগুলো ভক্তদের জন্য আনন্দের খোরাক জুগিয়েছে। তাদের প্রতিটি পোস্টে লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা। এই সফরগুলো শুধু তাদের কাজের নয়, তাদের জীবন উপভোগ করার এক নতুন দিক তুলে ধরছে।

Related Posts

মন্তব্য করুন

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.