Adobe Premiere Rush — Video Editor এখন Android phone এ ব্যবহার করুন ।

আসসালামুয়ালাইকুম আশাকরি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি এন্ড্রয়েড এর টিউটোরিয়াল নিয়ে হাযির হলাম । আজকে আমি কথা বলব video-editor-software নিয়ে । কম্পিউটার এবং ল্যাপটপ সহ বর্তমানে এন্ড্রয়েড ফোন দিয়ে ভালো মানের ভিডিও এডিট করা হয় বলে আমরা সকলেই জানি । অনেক ইউটিউবার হয়েছে যারা ইউটিউবে ভিডিও করার জন্য তাদের কম্পিউটার না থাকার কারণে ভালো মানের মোবাইল থেকে এবং সেই মোবাইল দিয়ে তারা ভিডিও এডিট করে থাকে ।

অ্যান্ড্রয়েড এর ভিডিও এডিটিং জগতে সবথেকে ভালো মানের সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার কিন্তু এই কাইনমাস্টার এর বাইরে আরও অনেক সফটওয়্যার রয়েছে যদিও কাইনমাস্টার মানুষের মুখে মুখে শুনতে শুনতে এখন সেটি অনেক জনপ্রিয় হয়ে গেছে যদিও সেটিতে অনেক ফিচার আপনি পাবেন না এবং সেগুলো আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে হয়তোবা ক্র্যাক ভার্সন চালাতে হবে ।

আজকে আমি আপনাদের সামনে যে ভিডিও এডিটর নিয়ে এসেছি সেটি হচ্ছে এডোবি প্রিমিয়ার প্রো রাস । এখন হয়তো অনেকে বলতে পারেন যে এটাতো কম্পিউটার এর সবথেকে ভালো মানের ভিডিও এডিটর বেসিক ।

কিন্তু এটাতো মোবাইলে চলবে না তাহলে এটা নিয়ে কেন কথা বলছেন । হ্যাঁ আমি কথা বলছি কারণ এটি বর্তমানে এন্ড্রয়েড এর জন্যেও পাওয়া যাচ্ছে তাই আপনি যদি একজন অ্যান্ড্রয়েড গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন এবং ভালো ভালো ভিডিও এডিট করতে পারেন ।

এবার আসুন দেখে নেই কি কি থাকছে এডোবি প্রিমিয়ার প্রো রাস । এন্ড্রয়েড সফটওয়্যার টি তে ঃ
আপনি এডোবি প্রিমিয়ার প্রো রাস এই সফটওয়্যারটি দিয়ে ইউটিউব ফেসবুক টুইটার এবং টিক টক এর জন্য খুব সহজে ভিডিও তৈরি করতে পারবেন ।
একসাথে অনেকগুলো ভিডিও লেয়ার এড করতে পারবেন এবং ভিডিও লেয়ার জমিন এবং জুম আউট করতে পারবেন ।
ভিডিও আপনি সর্বোচ্চ হাই কোয়ালিটিতে সেভ করতে পারবেন চাইলে সরাসরি ইন্টারনেটে আপলোড করতে পারবেন ।
এখানে আলাদা করে সাউন্ড যোগ করতে পারবেন এবং সাউন্ড কে ভালোভাবে এডিট করতে পারবেন যা কাইনমাস্টার সফটওয়্যার দিয়ে সম্ভব হয় না ।
এডোবি প্রিমিয়ার প্রো রাস এর নতুন ভার্সন এসেছে জুম ইন জুম আউৎ সুবিধা আপনি আপনার ইচ্ছামত কম্পিউটারের মত করে জমিন এবং আউট করতে পারবেন ।

ইত্যাদি ইত্যাদি আরো অনেক সুবিধা এই সফটওয়ারটিতে পাবেন তাহলে কথা না বাড়িয়ে এখন আসুন ডাউনলোড করি ।
ডাউনলোড করার জন্য এই https://play.google.com/store/apps/details?id=com.adobe.premiererush.videoeditor লিংকটি কপি করুন এবং আপনার ব্রাউজারের পেস্ট করুন তাহলে আপনি ডাউনলোড করতে সক্ষম হবেন অথবা গুগল প্লে স্টোরে গিয়ে এডোবি প্রিমিয়ার প্রো রাস লিখে সার্চ করুন ।
তাহলে ভিউয়ার্স আজকে এখানেই শেষ করছি সকলে ভাল থাকুন সুস্থ থাকুন দোয়া করি ।

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.