আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন.
খেলা পছন্দ করেন না এমন মানুষ খুবই কম আছে. খেলা অনেক ধরনের হয়ে থাকে তার মধ্যে ক্রিকেট হলো অন্যতম. অনেকেই বলে থাকে ক্রিকেট খেলা ভদ্র মানুষের খেলা. ক্রিকেট খেলা সবাই বুঝেনা কিন্তু এই খেলার ভিতর কিছু রহস্য আছে বা কিছু খবর আছে তা কিছু ইতিহাস আছে যা অনেকেই জানেন না. আজকে আপনাদেরকে ক্রিকেট খেলা কিছু ইতিহাস সম্পর্কে বলব বা অ্যাওয়ার্ড সম্পর্কে বলবো. ক্রিকেট খেলার সর্বোচ্চ সংস্থা হল আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল. এই কাউন্সিল থেকেই মূলত ক্রিকেট খেলা কে পরিচালনা করা হয় পৃথিবীর মধ্যে যে দেশগুলো ক্রিকেট খেলে তার সবগুলোই আইসিসির সদস্য প্রাপ্ত. আইসিসি থেকে ক্রিকেট খেলাকে কয়েকটা স্তরে ভাগ করে দেওয়া হয়েছে যেমন অনূর্ধ্ব 15 থেকে শুরু করে অনূর্ধ্ব 23 পর্যন্ত নিয়েছে সর্বশেষ হলো জাতীয় দল. আজকে বলবো অনূর্ধ্ব 19 ক্রিকেটের যারা ক্রিকেট বিশ্বকাপে অ্যাওয়ার্ড পেয়েছে বা ম্যান অব দ্যা সিরিজ হয়েছে. 1988 এবং 1998 এই দুইটা সিরিজে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়নি.2000 সালে ম্যান অব দ্যা সিরিজ হয়েছিলেন ভারতের যুবরাজ সিং. 2002 সালে ম্যান অব দ্যা সিরিজ কে ছিলেন জিম্বাবুয়ে টিমের টা টেন্ডা টাইবু. 2004 সালে আবার ভারতের শেখার দেওয়ান হয়েছিলেন. 2006 সালে হয়েছিলেন ভারতের চেতেশ্বর পুজারা .2008 সালে হয়েছিলেন নিউজিল্যান্ডের টিম সাউদি. 2010 সালে হয়েছিলেন দমিনিক হেন্দ্রিক্স সাউথ আফ্রিকার.
2012 সালে হয়েছিলেন will bosisto অস্ট্রেলিয়া. 2014 সালে হয়েছিল aiden arkaram দক্ষিণ আফ্রিকা. 2016 সালে হয়েছিলেন আমাদের বাংলাদেশের গর্ব মেহেদী হাসান মিরাজ. 2018 সালে হয়েছিলেন আবার ভারতের shubman gill.
পরবর্তীতে কে হয় সেটা এখন দেখার বিষয় বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য.
4 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.

Ok
good post
❤️
Nice