রবি দিচ্ছে মাত্র ১০৮ টাকায় ৮ জিবি ইন্টারনেট প্যাকেজ। আসুন কিছু আলোচনা করা যাক এই বিষয় নিয়ে। কীভাবে এই ওফারটি নিতে পারবো?
কেমন আছেন আপনারা? আসা করি সবাই ভালো আছেন মহান আল্লাহর রহমতে। আজকে রবি ঘ্যাচাং রিচার্জে ৮ জিবি ইন্টারনেট প্যাকেজ ১০৮ টাকা দিয়ে কীভাবে নিবো সেটা বলতে চাচ্ছি আর একটা কথা বলতে চাই যে এই ওফারটি ছিলো গ্রামীণফোনে ৩ জিবি ইন্টারনেট ১০৮ টাকায় আর রবি দিচ্ছে ১০৮ টাকায় ৮ জিবি ইন্টারনেট এই ওফার হাত ছারা করবেন না কারণ গ্রামীণফোনের ওফারের চাইতে ৫ জিবি ইন্টারনেট বেশি পাচ্ছেন ১০৮ টাকায়।
১০৮ টাকায় ৮ জিবি ইন্টারনেট ওফারটি নিতে আপনাকে রবি ঘ্যাচাং রিচার্জ করতে হবে ১০৮ টাকা। এবং রিচার্জ করার পর এই ওফারটি অটোমেটিক এক্টিভ হয়ে যাবে। আর মূলত এই ওফারটি আপনার জন্য প্রযোজ্য কিনা এটা জেনে নিলে ভালো হয় কারণ এই ওফারের এসএমএস আমি পেয়েছিলাম তাই আপনি ওফারটি চেক করে নিন আর চেক করতে আপনি *৯৯৯# ডায়াল করে দেখতে পারবেন এবং রবি অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি কাস্টমারের সাথে কথা বলে জেনে নিতে পারবেন খুভ সহজেই।
রবিতে ১০৮ টাকা ঘ্যাচাং রিচার্জে ৮ জিবি ইন্টারনেট পাচ্ছেন ৭ দিন মেয়াদে। এই ওফারটি চলবে পরবর্তীতে ঘোষণা না দেয়া পর্যন্ত।

Thanks for post
জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/
Oo
oh
ok