৭ম শ্রেণির কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর (৩য় সপ্তাহ)

আসসালামু আলাইকুম,

প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছেন?

আশা করি ভালো আছেন।

আজকে আমি আপনাদের সাথে ৭ম শ্রেণীর কৃষিশিক্ষা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর শেয়ার করব।

অ্যাসাইনমেন্ট-

তাহির পুর গ্রামের আদর্শ কৃষক রফিক তার খামার কে আদর্শ খামার এ পরিণত করেছেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান, গম চাষ করেন। বাড়িতে ফল শাকসবজি ভেষজ উদ্ভিদ ও কাঁঠাল, গাছ রোপন করেছেন।

পাশাপাশি তিনি পুকুরে মাছ চাষ আর হাঁস মুরগী পালন ও গরু লালন-পালন করছেন।

তোমার দেখা এরকম একজন কৃষক গ্রামের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে ভূমিকা পালন করছেন?

নিচের প্রশ্নগুলোর আলোতে উত্তর দাও-

এক –

পরিবারের মৌলিক চাহিদা পূরণে তার ভূমিকা?

২/ তার কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে সহায়তা করতে পারে?

৩ /তিনি অন্যান্য কৃষি জীবিদের কিভাবে সহয়তা করছেন?

অ্যাসাইনমেন্ট উত্তর-

কৃষি আমাদের জীবনের সাথে খুবই ঘনিষ্ঠ ভাবে জড়িত। কৃষির মাধ্যমে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা। যেমন- খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা পূরণ হয়ে থাকে। বিভিন্ন ফসল উৎপাদন পশুপাখি প্রতিপালন মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে কৃষকরা তাদের পরিবারের সদস্যদের মৌলিক চাহিদা পূরণ করে থাকেন। পরিবারের প্রয়োজন আর চাহিদা মাফিক খাদ্যের যোগান নিশ্চিত করেন।

এই সঙ্গে
বাড়তি অংশও বাজারে বিক্রি করে আয় করেন। আর এই সকল কার্যক্রম পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। কৃষি কাজের মাধ্যমে ফসল উৎপাদন করে পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণের পাশাপাশি অতিরিক্ত উৎপাদন ক্রয় বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন। এক্ষেত্রে অর্জিত অর্থ পরিবারের যে কোনো ক্ষেত্রে সহজেই ব্যবহার করতে পারেন।

আমার গ্রামের অন্যান্য কৃষিজীবীদের স্বাবলম্বী করতে তিনি যেভাবে সহায়তা করতে পারেন তার নিচে আলোচনা করা হল –

কৃষি কৌশলের উন্নয়নের প্রয়োজন এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন মানবিক চাহিদা মেটাতে কৃষিভিত্তিক শিল্প, যেমন- বস্ত্র, খাদ্য, কৃষি ও কৃষি যন্ত্র ইত্যাদির একে একে বিকাশ ঘটলো। উৎপাদনের জন্য পুঁজি বিনিয়োগ বাড়তে লাগল। ফলে অধিকাংশ মানুষই কৃষির প্রতি আগ্রহ হয়ে পরে।

★একজন কৃষক সঠিকভাবে কৃষিকাজ করে অন্যান্য কৃষিজীবীদের আদর্শ হতে পারেন।

★ তাদের দিক নির্দেশক হিসেবে কাজ করতে পারেন।

★ তাদের স্বাবলম্বী করে তুলতে উৎসাহিত করতে পারেন

★অন্যান্য কৃষিজীবীদের দিকনির্দেশনা দিয়ে তাদের কৃষি কাজে সহায়তা করতে পারেন।

★তার কৃষিকাজে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামের বেকারত্ব দূর করতে পারেন।

আর এভাবেই আমার দেখায় সেই কৃষক আমাদের গ্রামের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.