৬ষ্ঠ শ্রেণির ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও সমাধান (বিজ্ঞান)

আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ , সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আপনাদের সামনে আমি আবারো হাজির হয়েছি একটি নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আমার এই পোস্টটি ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও সমাধান আমার এই পোষ্টে আপনারা পেয়ে যাবেন। গত বছরের ন্যায় এবারও কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য সরকার কর্তৃক এসাইনমেন্ট প্রদান করা হচ্ছিল।তবে লকডাউন এর কারণে এসাইনমেন্ট প্রধান কিছুদিন বন্ধ থাকার কারণে গতকাল ২৫ তারিখ থেকে আবারও চালু হয়েছে এসাইনমেন্ট কার্যক্রম।

আশা করি আপনারা এই পোষ্টের মাধ্যমে উপকৃত হবে এবং এই পোষ্টের মাধ্যমে আপনারা এই পোস্ট এর মাধ্যমে ধারণা নিয়ে আপনাদের এসাইনমেন্টকে আরো ভালোভাবে লিখতে পারবেন।

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-

” তোমার পড়ার টেবিলের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা একটি স্কেলের সাহায্যে পরিমাপ করে খাতায় লিখ।”

১| পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো।

২|এটি ঘরের কতটুকু জায়গা আয়তন দখল করেছে তা বের করো।

৩|পড়ার টেবিল যে আয়তনের জায়গা দখল করে আছে সে আয়তনের একটি পাত্রে কত লিটার পানি ধরে তা যৌক্তিক কারন সহ ব্যাখ্যা করো।

” উত্তর “

নিম্নে আমি আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ একটি স্কেলের সাহায্যে মেপে উপস্থাপন করলাম।

পড়ার টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার,

পড়ার টেবিলের প্রস্হ ৭০ সেন্টিমিটার,

উচ্চতা ৬০ সেন্টিমিটার

১ নং প্রশ্নের উত্তর-

আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার, প্রস্থ ৭০ সেন্টিমিটার এবং উচ্চতা ৬০ সেন্টিমিটার

আমার পড়ার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল=( দৈর্ঘ্য প্রস্থ বর্গ) একক বর্গ

=(১০০✖৭০)বর্গ সেন্টিমিটার

=৭০০০ বর্গ সেন্টিমিটার

উত্তর-৭০০০ বর্গ সেন্টিমিটার

২ নং প্রশ্নের উত্তর –

আমার পড়ার টেবিলের দৈর্ঘ্য ১০০ সেন্টিমিটার, প্রস্থ ৭০ সেন্টিমিটার এবং উচ্চতা ৬০ সেন্টিমিটার

আমরা জানি,

কোন বস্তু যতটুকু জায়গা দখল করে তাকে তার আয়তন বলে সুতারং পড়ার টেবিলের দখলকৃত জায়গা (আয়তন) =( দৈর্ঘ্য✖ প্রস্থ ✖উচ্চতা) ঘন সেন্টিমিটার

=(১০০✖৭০✖৬০)

= ৪২০০০০ সেন্টিমিটার

৩ নং প্রশ্নের উত্তর

২ নং হতে পাই,

আমার পড়ার টেবিলের আয়তন ৪২০০০০ ঘন সেন্টিমিটার

প্রশ্নমতে, পাত্রটির আয়তন পড়ার টেবিলে আয়তনের সমান,
সেহেতু পাত্রের আয়তন ৪২০০০০ ঘন সেন্টিমিটার

আমরা জানি,

১০০০ ঘন সেন্টিমিটার পানির আয়তন ১ লিটার

অতএব,১ঘন সেন্টিমিটার পানির আয়তন ১লিটার
——-
১০০০

৪২০০০ ঘন সেন্টিমিটার পানির আয়তন ১✖৪২০০০০ লিটার
__________
১০০০

=৪২০ লিটার

ধন্যবাদ।

Related Posts

3 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.