৫ম সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও নমুনা সমাধান (২০২১)

আসসালামু আলাইকুম,

grathor.com এ স্বাগতম!

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।

সেই কামনাই করি।

বরাবরের মত আপনাদের সামনে আমি আবারো হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণির কর্মজীবন মুখী শিক্ষা এসাইনমেন্ট এর প্রশ্ন ও সমাধান নিয়ে।

আশা করি আপনারা আমার এই পোষ্টের মাধ্যমে উপকৃত হবে।

এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ-

একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে? আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও এবং কেন?

‘নমুনা উত্তর’

আমরা নিজের সম্পর্কে যে বিচার মতামত মূল্যায়ন করি সেটাই হল আত্মমর্যাদা। অন্যভাবে বললে আমাদের সম্পর্কে নিজের যাবতীয় মূল্যবোধ এবং নিজের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি, নিজের প্রতি নিজের অনুভূতি সেটাই হলো আত্মসম্মানবোধ। আত্মবিশ্বাস সারা জীবনের অভিজ্ঞতার আলোকে তৈরি হয়। অতীত অভিজ্ঞতা গুলো যদি ইতিবাচক হয় তাহলে আমাদের মধ্যে উচ্চ আত্মসম্মানবোধ তৈরি হবে। আর যদি নেতিবাচক হয় তাহলে নিম্ন আত্মসম্মানবোধ তৈরি হবে। অতীত এবং বর্তমান জীবনের সব আন্তঃব্যক্তিক সম্পর্কগুলো আত্মসম্মান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি সম্পর্ক সঠিকভাবে ব্যবস্থাপনার দায়িত্ব গুলো সঠিক ভাবে পালন করতে পারে প্রভৃতি আত্মসম্মানবোধ বৃদ্ধি করে।

একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে আমার মধ্যে যেসব বৈশিষ্ট্য আছে-

১/ আমি সদা সত্য কথা বলি। কারও সাথে মিথ্যা কথা বলি না।

২/ সর্বদা সবাইকে সম্মান করি, শ্রদ্ধা করি।

৩/আমি এমন কোন কাজ করি না যাতে আমার মর্যাদা বিলুপ্ত হয়, সাথে সাথে সমাজের ক্ষতি হয়।

৪/ আমি পরীক্ষার সময় নকল করিনা।

৫/আমি কখনো অন্য জিনিস উক্ত ব্যক্তির অনুমতি ব্যতীত স্পর্শ করি না।

৬/ আমি আমার সহপাঠীদের সাথে কখনো ঝগড়া- মারামারি করি না।

৭/ সমাজে কোনো অন্যায় হতে দেখলে আমি তাকে বাধা দেই।

৮/আমি আমার মর্যাদা সম্পর্কে সচেতন।

৯/আমি এমন কোন কাজ করি না যাতে আমার মর্যাদা ক্ষুণ্ণ হয়।

যেসব বৈশিষ্ট্য আমার মধ্যে দেখতে চাই-

১/ দুর্নীতি মুক্ত থাকা।

২/ কর্মক্ষেত্র ঘুষ গ্রহণ না করা।

৩/সমাজের অসহায়দের সাহায্য করা।

৪/দেশের নাগরিক হিসেবে আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা মান্য করা।

৪/আত্মনির্ভরশীল হওয়া।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাছে আমার একটি অনুরোধ নমুনা উত্তর টি হুবহু না লিখে ধারণা নিয়ে নিজের অ্যাসাইনমেন্ট টিকে সুন্দরভাবে লিখবে।

সকল শ্রেণীর, সকল সপ্তাহের, সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও নমুনা সমাধান পেতে grathor.com এর সাথেই থাকুন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Related Posts

3 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.