৫ম শ্রেণির জ্যামিতিক বৈশিষ্ট্য লিখন সম্পর্কে।

আজ আমার ২য় পোস্টে জানাব ৫ম শ্রেণির জ্যামিতিক বৈশিষ্ট্য লিখন সম্পর্কে।

১।♥♥♥ চতুর্ভুজ ♥♥♥

★চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র ।
★চতুর্ভুজের রয়েছে ৪টি বাহু , ৪টি শীর্ষ ও ২টি কর্ণ ।
★চতুর্ভুজ বিভিন্ন ধরনের হয়। যেমনঃ বর্গ , রম্বস ইত্যাদি।

২।♥♥♥ বর্গ ♥♥♥

★বর্গের বাহুগুলো পরস্পর সমান ।
★বর্গের কোণগুলো পরস্পর সমান ও সমকোণ।
★বর্গ হল সমবাহু চতুর্ভুজ ।

৩।♥♥♥ রম্বস ♥♥♥

★রম্বসের বাহুগুলো পরস্পর সমান ।
★রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান ।
★রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে ।

৪।♥♥♥ আয়ত ♥♥♥

★আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল।
★আয়তের বিপরীত কোণগুলো পরস্পর সমান ও সমকোণ।
★আয়ত হল সমকোণী চতুর্ভুজ।

৫।♥♥♥ সামান্তরিক ♥♥♥

★সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল।
★সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান ।
★সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

৬।♥♥♥ বৃত্ত ♥♥♥

★বৃত্তের ব্যাসই হল বৃহত্তম জ্যা।
★বৃত্ত হতে অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায়।
★বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী।

৭।♥♥♥ ট্রাপিজিয়াম♥♥♥

★ট্রাপিজিয়ামের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল।
★ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পরকে একই অনুপাতে বিভক্ত করে।
★ট্রাপিজিয়ামের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি ১৮০°।

সকলকে ধন্যবাদ পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।

Related Posts

18 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.