আজ আমার ২য় পোস্টে জানাব ৫ম শ্রেণির জ্যামিতিক বৈশিষ্ট্য লিখন সম্পর্কে।
১।♥♥♥ চতুর্ভুজ ♥♥♥
★চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র ।
★চতুর্ভুজের রয়েছে ৪টি বাহু , ৪টি শীর্ষ ও ২টি কর্ণ ।
★চতুর্ভুজ বিভিন্ন ধরনের হয়। যেমনঃ বর্গ , রম্বস ইত্যাদি।
২।♥♥♥ বর্গ ♥♥♥
★বর্গের বাহুগুলো পরস্পর সমান ।
★বর্গের কোণগুলো পরস্পর সমান ও সমকোণ।
★বর্গ হল সমবাহু চতুর্ভুজ ।
৩।♥♥♥ রম্বস ♥♥♥
★রম্বসের বাহুগুলো পরস্পর সমান ।
★রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান ।
★রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে ।
৪।♥♥♥ আয়ত ♥♥♥
★আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল।
★আয়তের বিপরীত কোণগুলো পরস্পর সমান ও সমকোণ।
★আয়ত হল সমকোণী চতুর্ভুজ।
৫।♥♥♥ সামান্তরিক ♥♥♥
★সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল।
★সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান ।
★সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
৬।♥♥♥ বৃত্ত ♥♥♥
★বৃত্তের ব্যাসই হল বৃহত্তম জ্যা।
★বৃত্ত হতে অসংখ্য ব্যাসার্ধ আঁকা যায়।
★বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী।
৭।♥♥♥ ট্রাপিজিয়াম♥♥♥
★ট্রাপিজিয়ামের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল।
★ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পরকে একই অনুপাতে বিভক্ত করে।
★ট্রাপিজিয়ামের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি ১৮০°।
সকলকে ধন্যবাদ পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।

gd
good post bro
good
Good post
Good
Gd
নাইচ
So good!
math critical
Nice
Excellent
Nice
Onek valo post
Good
Good
nice
good
Ok