২০২০ সালের ৫ টি পিসি গেমস

বন্ধুরা আমি আজকে ২০২০ সালের ৫ টি পিসি গেমস এর কথা বলবো। গেমস গুলো এখনো রিলিজ হয় নি। কিছুদিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে।
তোমাদেরকে আজ ৫ টা পিসি গেমসের কথা বলব যেগুলো ২০২০ সালেই আসতে চলেছে আর কিছু দিন মাত্র বাকি। গেমের স্টোরি সম্পর্কে কিছু জানা যায়নি, তবে
সংযোজন, পরিবর্ধন,রিলিজ ইত্যাদির সম্পর্কে জানা গেছে।

DEATH STRANDING:
Hideo Kojima এর প্রথম একক প্রচেষ্টা হলো Death Stranding, যেটি এই গ্রীষ্মে রিলিজ হবে। গেমটি থেকে কি আশা করতে পারি সেসব সম্পর্কে সে কিছুই বলতে চাচ্ছে না। Genre এর ভিত্তিতে Metal Gear Solid এর ডিরেক্টর মনে করেন, গেমটি স্ট্র্যাান্ড গেমস নামে পরিচিত নতুন ঘরানার কোন গেম হবে। তবে যা জানি, তা হল ডেথ স্ট্র্যান্ডিং নরম্যান রিডাস থেকে কনান ও’ব্রায়েন পর্যন্ত একাধিক চরিত্রে সেলিব্রিটিদের সাথে ভরা।
Release Date: 2 June, 2020

THE AVENGERS:
এভেঞ্জার সম্পর্কে জানে না এমন মানুষ খুবই কম। এভেঞ্জার সিরিজের থর,হাল্ক,আয়রন ম্যান,ক্যাপ্টেন আমেরিকা হওয়ার স্বপ্ন সবার থাকে। এই স্বপ্ন পূরন করতে পারবেন গেমটি খেলে।
ডেভেলপাররা জানিয়েছে, গেমপ্লে খুবই চিত্তাকর্ষক দেখাচ্ছে। ঘন্টার পর ঘন্টা খেলার পর এটি ইনজয়েবল,মজাদার থাকবে কিনা দেখছেন তারা।
Release Date: 4 September, 2020

CYBERPUNK 2077:
অবশেষে গেমটির রিলিজ ডেট জানা গেছে। গেমটি ডেভেলপ করেছে CD Projekt. গেমটি সিংগেল প্লেয়ার & মাল্টিপ্লেয়ার মোডে খেলা যাবে গেমটি যথেষ্ট পরিমাণে হাইপ হতে চলেছে।ক্যারেকটার, ওয়েপন,আইটেম নানা ভ্যারাইটি আছে। বিভিন্ন ধরনের ওয়েপনের নানা এটাচমেন্টস, তাছাড়া আছে range,accuracy এর buff, nerf.
Release date: 17 September, 2020

RESIDENT EVIL 3 REMAKE:
রেসিডেন্ট এভিল এর সাথে তো আমরা অনেকেই পরিচিত। ২য় কিস্তির পর এখন ৩য় কিস্তি আসতে চলেছে। সাথে থাকছে নতুন সব আপডেটস। শুধু গ্রাফিকাল আপডেটস নয়, সাথে থাকবে বিভিন্ন সমন্বয়। তাছাড়া, মাল্টিপ্লেয়ার মোড তো আছেই।
Release Date: 3 April, 2020

NIOH 2 :
হিট NIOH গেমটির সিক্যুয়েল হচ্ছে NIHO 2। প্রথম কিস্তির চেয়ে এটি আরো কঠিন হতে চলেছে। সাথে নতুন ক্যারেকটার & প্রয়োজনে অনেক কিছু
সংযোজনও করা হবে। এটি আগে Ps4 এ রিলিজ হবে, তারপর এই বছরের কোন এক সময়ে পিসিতে আসবে।
Release Date: 14 March, 2020 (ps4)
আশা করি গেমগুলো ট্রাই করবেন রিলিজ হওয়ার পর। আমি তো খেলবোই।
ধন্যবাদ।

Related Posts

14 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.