২০২০ আসছে সেজেছে সব সাজেনি মন…

বড্ড ইচ্ছা ছিলো তোমায় দিয়ে শত কষ্টের পুরানো বছর টা শেষ করবো কিন্তু সেই সৌভাগ্য আর হলো না হলো না বছরের শেষ SMS টা দেওয়া…জানো মনে মনে সপ্ন সাজিয়ে ছিলাম….ঠিক বছরের শেষ দিনে মানে আজ রাতে কোনো এক নির্জনে বসন্তের এই দখিনা বাতাশে হালকা চাঁদের আলোয় জোচনার সাথে মিশে একটা ছন্দ করে শেষে Good Night দিয়ে বছরের শেষ SMS টা তোমায় করবো
ইচ্ছা ছিলো তোমার কথা ভেবে বছরটা শেষ করবো কিন্তু ভাগ্য তো আর মনের কথা শোনে না বড্ড ইচ্ছা ছিলো বছরের শেষ সপ্নটা তোমায় নিয়ে দেখার,….যদি এখানে ঘুমিয়ে ও যায়….মনে হয়তো এই আশা টা ছিলো নতুন বছরের প্রথম মেছেজ টা তুমি ই করবে…ঘুমটা ভাংবে তোমার মেছেজ এর রিংটনে..খুব ইচ্ছা ছিলো আপশা ঘুমের চোখে ফোনের ডিচপেলে তে ঠিক এমন ই একটা মেছেজ ভেশে উটবে..*** Good morning..sona.pakhi..suvo noboborso Jan….***কিন্তু এটা তো আমি ভেবে ছিলাম ভাগ্য তো মেনে নিলো না..
হয়তো হবে তোমার কথা ভেবে পুরানো বছরটা শেষ করা কিন্তু ইচ্ছা তো ছিলো তখন তুমি কাছে না থাকলে ও থাকবে তোমার SMS কিন্তু কি থাকলো সাথে চোখের জল আর এক বুক কষ্ট….এটাই কি ছিলো ভাগ্য বলতে পারো….? হয়তো বছরের প্রথম দিনে ঘুম ভাংলে ই তোমার কথাটাই মনে পরবে..তোমার কথা ভেবে ই হয়তো বছরটা শুরু করবো হ্যা করবো ই কিন্তু কোথাই সেই jan,sona বলা মেছেজ টা তা তো আর আসবে না..প্রথম শুভ নববর্ষ টা তো আর তোমার মেছেজ এ পরা হবে. না..হাইরে ভাগ্য…এই নাকি তোর খেলা…কেনো তোর মাঝে আর বাস্তবতার এত তফাত….?
হয়তো আজ তোমার কথা মনে করে এটাই মেনে নি….. প্রতিটা গল্প জীবনকে নিয়ে ই সাজাতে হয় কিন্তু সব জীবন গল্পের মত করে সাজানো যায় না…….**** হলো না তোকে প্রথম শুভ নববর্ষটা জানানো…..তাই fb তে ই সবাই কে জানিয়ে দিলাম… Happy New Year

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.