এখন যদি আমরা কল করে কথা বলি, টাকা কাটে ১.৫০ থেকে ২ টাকা মিনিট এবং অন্য অপারেটরে কথা বলে আরো বেশি কাটে। আজ আমি এমন একটা ওফার নিয়ে কথা বলতে চাচ্ছি যেই ওফার শুধু পাবেন আপনার রবি সিমে।
রবি এখন দিচ্ছে ১০০ টাকায় ১০০ মিনিটের সাথে ২ জিবি ইন্টারনেট ফ্রী যারর মেয়াদ ১৪ দিন। এখানে একটু হিসেব করে দেখুন আমি যদি ১০০ টাকায় দিয়ে কথা বলি তাহলে আমি ২ টাকা মিনিটে,৫০ মিনিট কথা বলতে পারবো। আর আমি যদি ১০০ টাকা দিয়ে ২ জিবি + ১০০ মিনিট প্যাকটি কিনি তাহলে ১০০ মিনিট ও পাচ্ছি এবং ২ জিবি ইন্টারনেট পাচ্ছি ১৪ দিন মেয়াদে । এতে আমাদের অনেক লাভ হচ্ছে ।
১০০ টাকায় ১০০ মিনিটের সাথে ২ জিবি ওফারটি নিতে হলে,*২১২*৩৬১# ডায়াল করুন যার মেয়াদ ১৪ দিন থাকবে।
মূলত ওফারটির এসএমএস আমি পেয়েছি তাই বলছি যাদের সিম একাউন্ট ব্যালেন্স আছে তারা কোডটি ডায়াল করে দেখতে পারেন এবং যারা রিচার্জ করবেন তাদের বলছি, আপনি আগে রবি অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি কথা বলে রিচার্জ করুন।
কারণ একওই কোড দিয়ে সবাই কিনতে পারেন না তাই আগে জেনে নিন আপনি এই ওফারটির জন্য আওতায় ভুক্ত আছেন কিনা।
আসা করি পোস্টটি পড়ে অনেক ভালো লেগেছে এবং ভালো না লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন আমাকে, সমাধানের চেস্টা করবো। সাথে থাকার জন্য ধন্যবাদ ” ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/
G
Ok
oo
ok