” হীরাবতী “

প্রিয় হীরাবতী,

আশা করি ভালো আছো।আজ তোমাকে নিয়ে কিছু কথা বলবো।আমাদের পরিচয় টা কিভাবে হয়েছিলো তোমার মনে আছে? আচ্ছা,আমিই না হয় আবার বলে দিচ্ছি,তার জন্য একটু ফ্ল্যাশব্যাক এ যেতে চাই,

১২ ই আগস্ট ২০১৯, তুমি আমাকে ফেসবুকে রিকুয়েস্ট দিয়েছিলে, কি মনে করে তোমাকে লিষ্টে রেখে দিলাম,তারপর তোমাকে নক দিয়ে তোমার পরিচয় জানতে চাইলাম। তোমার পরিচয় দিলে আর বললে তুমি নাকি আমার সাথে একই ক্লাসে,একই রুমে পড়ো,কখনো কথা হয়েছিলো কিনা জিজ্ঞেস করাতে বলেছিলে পড়া নিয়ে নাকি আমাকে কিছু জিজ্ঞেস করেছিলে।এর পরের দিন তোমার সাথে দেখা,অবশ্য তুমি নিজেই ক্লাসে পরিচয় টা দিলে।এভাবে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হলো।তোমাকে প্রপোজ করেছিলাম,তুমি কি বলেছিলে সেটা না হয় বললাম নাহ। ফাইনালি ১৮ই আগস্ট প্রপোজ গ্রহন করলে।হয়তো আল্লাহর ইচ্ছেতেই এসব কিছু হয়েছে।

কারন আমার সাথে তোমার কিছু বিষয় মিল আছে,প্রথমত জন্মসাল দ্বিতীয়ত ব্লাডগ্রুপ আর তার চেয়ে আসল হলো মনের মিল আর একজন আরেকজনের উপর বিশ্বাস, সম্মান ও শ্রদ্ধা। আচ্ছা তোমার মনে আছে আমি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম আর সেটার ভুক্তভোগী হলো তোমার মোবাইল। আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে ঝগড়া হয়েছে কিন্তু দেখো দিন শেষে আবার আমরা দুজন এক হয়ে গেলাম।মাঝে মধ্যে সন্দেহ করি কারন তোমাকে হারাতে চাই নাহ।অনেকে অনেক কিছু বলবে,সে দিকে কান না দিয়ে তোমার মন যেটা বলবে সেটাই করবে।

আজ থেকে আমার প্রতিটা গল্পে তুমি থাকবে,তোমাকে নিয়েই আমি গল্পের লাইন বানাতে চাই।

আমি আশা করবো আমাদের এই সম্পর্ক টা বিয়ে পর্যন্ত নিয়ে যাও।পাশে আছি আর থাকবো ইনশাল্লাহ।

[বিঃদ্রঃ  শুধু আমার না সবার ভালোবাসা বিয়ে পর্যন্ত এগিয়ে যাক, সেই আশা করি। সবাই তাদের ভালোবাসার মানুষকে বিয়ে পর্যন্ত  পায় নাহ আর যারা পায় তারা ভাগ্যবান। ভালো থাকুক সবাই সবার ভালোবাসার মানুষকে সাথে নিয়ে]

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.