হাতির হানায় ৪ দিনে নিহত ৩ জন#

বান্দরবানের নাইক্ষাংছড়ি উপজেলায় সোনাইগড়িতে গভীর রাতে ৮২ বছরের বৃদ্ধ সহ গত ৪ চার দিনে লোকালয়ে ক্ষুধার্ত হাতির মারা গেলো ৩ জন।আবাসস্থল ও খাদ্যসংকটের পাশাপাশি চলাচলের রাস্তা বন্ধ হয়ে অবরুদ্ধ হওয়া হাতির পাল মরিয়া হয়ে লোকালয়ে হানা দিচ্ছে বলে পুলিশ এবং বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

পুলিশ ও স্হানীয় লোকজন জানিয়েছে,রাত একটার দিকে সোনাইছড়ি ইউনিয়নের চিৎসাইপাড়া এলাকার গোমাতলী নতুনপাড়ায় এক পাল হাতি ঢুকে পরে।সেখানে একটি মাটির ঘড়ের দেয়াল ভেঙে একটি হাতি খাবার খুজতে থাকে।

সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান এ্যানিন মারমা বলেছেন,ক্ষুধার্ত হাতি মাটির দেয়াল ভেঙে ঢোকার সময় দেয়াল চাপা পরেন সিদ্দিক আহমদ।এ সময় তার সঙ্গে ৮ ও ১০ বছরের নাতিরা ঘুমাচ্ছিলো।এ সময় নাতিররা পালিয়ে যেতে সক্ষম হলেও সিদ্দিক আহমেদ পিষ্ট হয়ে মারা যান।

 

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.