Cheap price backlink from grathor: info@grathor.com

হতভাগার প্রেম (প্রেমের কবিতা)

হতভাগার প্রেম 

এই হতভাগা জীবনটাতে
আমি তেমন কিছুই শিখিনি, কিছুই করিনি।
সাজিয়ে গুছিয়ে কেমন করে
জীবনখানার বৃত্তান্ত দেওয়া যায়, তা শিখিনি।
শিখিনি কেমন করে তাকে ঐ হতভাগার লক্ষ্মণরেখা
ডিঙিয়ে বাইরে আনা যায়।

Marketing

যার কাছে জনতা হয়েই রয়ে গেলাম,
তার কাছে আর মানুষ হতে শিখতে পারলাম না।
তবে একখানা জিনিস এই ভবে এসে শিখে গেলাম,
এমনভাবে করে গেলাম, যেমনভাবে আর কেউ পারবে না।
তোমারে ততখানি ভালোবেসে গেলাম।

লেখকঃ Swarna Paul

Related Posts

11 Comments

  1. ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/

Leave a Reply