হতভাগার প্রেম
এই হতভাগা জীবনটাতে
আমি তেমন কিছুই শিখিনি, কিছুই করিনি।
সাজিয়ে গুছিয়ে কেমন করে
জীবনখানার বৃত্তান্ত দেওয়া যায়, তা শিখিনি।
শিখিনি কেমন করে তাকে ঐ হতভাগার লক্ষ্মণরেখা
ডিঙিয়ে বাইরে আনা যায়।
যার কাছে জনতা হয়েই রয়ে গেলাম,
তার কাছে আর মানুষ হতে শিখতে পারলাম না।
তবে একখানা জিনিস এই ভবে এসে শিখে গেলাম,
এমনভাবে করে গেলাম, যেমনভাবে আর কেউ পারবে না।
তোমারে ততখানি ভালোবেসে গেলাম।
লেখকঃ Swarna Paul
অসাধারন লেগেছে
হতভাগা
ব্রডব্যান্ড রাউটারে পিং এবং স্পিড সমস্যার সমাধান। https://grathor.com/%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a1%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%89%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%82/
well done
দারুণ কবিতা
good post
Gd
Nice
ভালোই লেগেছে
nice post
❤️