সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ

বিসমিল্লাহি রহমানের রাহিম

সকল প্রশংসা মহান আল্লাহতালার

আসসালামু আলাইকুম
আমার শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা

সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভাল আছেন আল্লাহ তায়ালার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি

আজ আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি আশাকরি আপনাদের সবার ভালো লাগবে

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ । সকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ এর আরবি পরিভাষা হলাে ‘ আমর বিল মারূফ ওয়া নাহি আনিল মুনকার ‘ । ইসলামি জীবনদর্শনে এর গুরুত্ব অপরিসীম । এটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য । সকাজের আদেশ বা আমর বিল মারূফ ’ বলতে সাধারণত কাউকে কোনােরূপ ন্যায় ও ভালাে কাজের নির্দেশ দান করা বােঝায় । তবে ব্যাপকার্থে কোনাে ব্যক্তিকে ইসলামসম্মত কাজের নির্দেশ দেওয়া , উৎসাহিত করা , অনুপ্রাণিত করা , অনুরােধ করা , পরামর্শ দেওয়া ইত্যাদি সবই সকাজের আদেশের মধ্যে গণ্য । অসৎকাজে নিষেধ বা নাহি আনিল মুনকার ’ হলাে যাবতীয় মন্দ , খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা । যেসব কাজ ইসলাম সমর্থন করে না এবং যেসব কাজ নীতি – নৈতিকতা ও বুদ্ধি – বিবেকবিরােধী সেসব কাজ থেকে কাউকে নিষেধ করা , বিরত রাখা , নিরুৎসাহিত করা , বাধা দেওয়া ইত্যাদি নাহি আনিল মুনকার ‘ এর অন্তর্ভুক্ত । শুধু মৌখিক নিষেধের দ্বারা নয় বরং নানাভাবেই অসকাজ থেকে বিরত রাখা যায় । একটি হাদিসে রাসুল ( স . ) বলেছেন , “ তােমাদের কেউ যখন কোনাে খারাপ কাজ হতে দেখে তবে সে যেন তা হাত দ্বারা প্রতিরােধ করে । যদি তা সম্ভব না হয় তবে মুখের দ্বারা প্রতিরােধ করে । যদি সে এ ক্ষমতাও না রাখে তবে সে যেন অন্তর দ্বারা এর প্রতিরােধ করার চেষ্টা করে । আর এটা হলাে ইমানের দুর্বলতম স্তর । ” ( মুসলিম ) । এ হাদিসে মহানবি ( স . ) হাত , মুখ ও অন্তর দ্বারা নাহি আনিল মুনকার ‘ বা খারাপ কাজ প্রতিরােধ করার কথা বলেছেন । হাদিস বিশারদগণের মতে , হাত দ্বারা বলতে এখানে নিজ শক্তি ক্ষমতা ও প্রভাব দ্বারা প্রতিরােধ করার কথা বােঝায় । মুখ দ্বারা প্রতিরােধ হলাে নিষেধ করা , নিরুৎসাহিত করা , জনমত গঠন করে প্রতিরােধ করা । আর অন্তর দ্বারা প্রতিরােধ হলাে মনে মনে ঐ কাজকে ঘৃণা করা , ঐ কাজ বন্ধ হওয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করা , প্রতিরােধের জন্য চিন্তা করা , পরিকল্পনা করা এবং পরিবর্তন না হওয়া পর্যন্ত অন্তরে উদ্বেগ উষ্ঠা থাকা ইত্যাদি । নানাভাবে মানুষকে অসৎকাজ থেকে বিরত রাখার চেষ্টা করাই নাহি আনিল মুনকার ।

আমার প্রিয় বড় ভাই ও বোনেরা আমার জানা মতে আপনারা পোষ্ট টির ব্যাপারে বুঝতে পারছেন এবং বুঝে নিয়েছেন আমার যতটুকু মনে হয়

আর হ্যাঁ আমার যদি কোন ভুল হয় তাহলে আমাকে মাফ করে দিয়েন ক্ষমা দৃষ্টিতে দেখে

সতর্ক হয়ে চলুন আর জীবনে এগিয়ে যান

আজকের পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

আল্লাহ হাফেজ

Related Posts

2 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.