Cheap price backlink from grathor: info@grathor.com

স্কুল নিয়ে উক্তি / ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।
স্কুল আমাদের ছোট বড় সকলের খুবই প্রিয় এবং খুবই পছন্দের একটি জায়গা। আমাদের সকলের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। আমাদের এই স্কুলে জমিয়ে রয়েছে সকলের ছোট বড় কতশত স্মৃতি তার অভাব নেই। তাই স্কুল হলো আমাদের জীবনের খুব অবিচ্ছেদ্য এক অংশের নাম। স্কুল নিয়ে উক্তি, স্কুল নিয়ে ক্যাপশন –

Marketing

জন্মের পর থেকে আমাদের শেখার যাত্রা শুরু হয়। তার মৃর্তু পর্যন্ত অব্যাহত থাকে। প্রতিদিন মানুষ নতুন কিছু শিখে। আর এই শেখা মানুষ পূর্ণতা পায় স্কুলের গন্ডিতে গিয়ে। স্কুল এর বিদ্যা শুধুমাত্র মানুষের পাঠপুস্তকে আবদ্ধ থাকে তা কিন্তু নয়। বরং পুঁথিগত বিদ্যার বাইরেও স্কুলে অনেক কিছু শিক্ষার সুযোগ হয়। আজ আমি আপনাদের সামনে স্কুল নিয়ে কয়েকটি উক্তি তুলে ধরার চেষ্টা করব।

স্কুল নিয়ে উক্তি:
১.কতশত স্মৃতি জমিয়ে আছে এই রঙিন ঘরে
আজ তা জনশূণহীন স্মৃতির দেয়াল।
২.মনে পরে সেই পুরোনো দিনের কথা
স্কুলের সেই অতীত ভুলানো ব্যথা।
৩.তোমার কাছে সেই ছোট থেকে আসা যাওয়া
জ্ঞান ,চেতনা ,বুদ্ধি সব তোমার থেকে পাওয়া।

৪.বৃষ্টি ভেজে স্কুলে যাবার মজাই আলাদা
সেই আনন্দ আর এখন হয়ে উঠে না।
৫.আগে জীবনটা বেশ হালকা ছিল কিন্তু স্কুল ব্যাগ ভারী ছিল
এখন জীবনটা বেশ জটিল কিন্তু স্কুল ব্যাগটাযে বড়োই মিস করি।
৬.মনের জানালা দিচ্ছে উক্তি হারিয়ে যাওয়াস্কুল দিন
এক সময় ছিল কতটাই না রঙিন।

৭.ঘুম ঘুম চোখে স্কুল তখন অপছন্দ হলেও
এখন সেই স্কুল এর স্মৃতি তাড়িয়ে বেড়ায় আমাকে
৮.স্কুল জীবনের স্মৃতিগুলো
হারিয়ে গেলেও কালের বিবর্তনে এখন বেশ রঙিন।
৯.আজ স্কুল নেই
তবুও সকালে ঘুম থেকে উঠার অভ্যাস গেলো না।
১০.স্কুলের আঙিনায় জীবন ছিল কতটাই না রঙিন।

ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

15 Comments

Leave a Reply