স্কাউটিং এর মাধ্যমে ছেলে মেয়েরা কত বড় বড় কাজ করতে পারে জানলে অবাক হবেন

শিশু জন্মের পর থেকে পরিবার, পাড়া, গ্রাম, দেশ তথা বিশ্ব সমাজের একজন সদস্য হিসেবে স্বীকৃতি লাভ করে। স্কাউট যেহেতু সমাজের একজন সদস্য সুতরাং, সমাজ বাদ দিয়ে স্কাউটিংয়ের কথা চিন্তা করা যায় না। সমাজের সকল মানুষের কাছে স্কাউটিংয়ের শুরুতেই প্রত্যক্ষ ও পরােক্ষভাবে অপরিহার্য। সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যুবরা যে সমাজে বসবাস করে তার উন্নয়নে তাকে সক্রিয়া ভুমিকা পালন করতে হয় ।শুডটার্ণ ? স্কাউটিং এর মূলভিত্তি, স্কাউট প্রতিজ্ঞা ও আইনে প্রতিদিন কারো না কারাে উপকার করার তাগিদ রয়েছে।গুডটার্ণের অনুশীলন কাউটদের মূলমন্ত্রই অংশ। স্কাউটিং-এ শুডটার্ণ বলতে ছােট ছােট ভাল কাজ করাকে বুঝায়।যেমন- অন্ধ/বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করা, কাউকে পথ চিনিয়ে দিতে সাহায্য করা, একজনের মাথার বােঝাটা নামাতে সাহায্য করা, পথে পড়ে থাকা কলার খােসা/কাচের টুকরা/কাটা সরিয়ে ফেলা, পানির কল কেউ অসাবধানতাবশতঃ খুলে রেখেছে তা বন্ধ করে দেয়া, অপ্রয়ােজনে ঝুলছে এমন বাতি নিভিয়ে দেয়া, প্রতিবেশীর কারও টেলিগ্রাম/চিঠি পােস্ট, গ্যাস/বিদ্যুৎ বিল পরিশােধে সহায়তার মত ছােট ছােট কাজ করা গুডটার্ণের আওতাভুক্ত কাজ স্কাউটরা সর্বদা ভালাে কাজ করার লক্ষ্যে তাদের স্কার্ফের মাথায় গুডটার্ণ নট দিয়ে রাখে।সমাজ সেবা ঃ মূলতঃ গুডটার্ণ থেকেই সমাজ সেবার উদ্ভব। স্কাউটরা ব্যক্তিগতভাবে গুডটার্ণ করে অভ্যস্ত হয়ে ষষ্ঠক উপদল বা ইউনিট ভিত্তিক সমাজ সেবামূলক কাজ করে। কোন রাস্তায় কাদা মাটির জন্য চলাচলে অসুবিধা হচ্ছে দেখে স্কাউটরা কয়েকটা ইট মাঝে মাঝে বিছিয়ে দিল। যার উপর পা দিয়ে মানুষ চলাচল করতে পারে। ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় পানি বের হতে না পেরে পথে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে দেখে কয়েকজন স্কাউট মিলে ঐ ড্রেনটা পরিস্কার করে জলাবদ্ধতাদূর করে দিল। পুকুর/ ডোবায় বেশ কচুরীপানী সৃষ্টি হয়েছে, এতে মশার উপদ্রব হচ্ছে দেখে স্কাউটরা ঐ পুকুরের কচুরীপানাগুলি পরিস্কার করলাে অথবা বর্ষার তােড়ে একটি রাস্তার কিছু অংশ ভেংগে গেছে দেখে স্কাউটরা ঐ রাস্তায় মাটি ফেলে ত ভরাট করে দিল অথবা একটি সাকো তৈরী করে দিল। সমাজের মানুষের জন্য স্কাউটরা উদ্যোগী হয়ে এধরণের অনেক কাজ করে থাকেন। এধরণের কাজকে সমাজ সেবামূলক কাজ বলে । সমাজ উন্নয়ন ও সমাজ উন্নয়ন সমাজ সেবার পরবর্তী ধাপ। স্কাউটরা সমাজের সাধারণ মানুষের সাথে মিশে সমাজের কোন নির্দিষ্ট সমস্যা চিহ্নিত করে সমাজের মানুষের সাথে কাধে কাধ মিলিয়ে যখন সেই সমস্যার সমাধান করে এবং যার ফল দীর্ঘস্থায়ী হয় তাকে সমাজ উন্নয়ন বলে। যেমন- কোন একটি পাড়া বা মহল্লার যাতায়াতের পথের একটি বিশেষ যায়গায় প্রতিবার বর্ষায় ভেঙ্গে যায় প্রতিবারই তাতে মাটি ফেলে সমান না করলে আর সহজে চলাচল করা যায় না । ঐ এলাকার লােকজন মনে করেন এটি তাদের একটি সমস্যা। এতে তাদের বেশ কিছু দিন মানুষ কষ্ট পেতে হয়। এলাকার এই সমস্যা চিহ্নিত করে কাটলা এলাকার মুরুব্বিদের সাথে আলােচনা করে উপলব্ধি করলাে সহজে পানি পার হওয়ার জন্য যদি এখানে কোন কালভাট তৈরী করা হতাে তাহলে আর এমন হতােনা। মুরুকিবিদের সাথে আলােচনা করে স্কাউটরা উপলব্ধি করলাে যে করেই হোক পানি বের হওয়ার ব্যবস্থা করা গেলে সমস্যাটির সমাধান হবে এবং এ ক্ষেত্রে বড় ব্যাসের ৪টি পাইপ দিতে পারলেও এর সমাধান হবে। সেক্ষেত্রে স্কাউটরা দুটি পাইপ এর মূল্য নিজেদের মধ্যে চাল ধরে সংগ্রহ করলাে। বাকি দুটো পাইপ এলাকার লোকজন সংগ্রহ করলো।পরিবহনের ব্যবসথা তারা এলাকায় যাদের গরু বা মহিষ এর গাড়ি রয়েছে তাতেই সেরে ফেলল। পাইপ বসানাের দিনে মুরুব্বিগণ এলাকার লােকজন সাথে নিয়ে তা স্থাপনের ব্যবস্থা করলেন। একপ কাজের ফলে দেখা গেল ঐ রাস্তা আর নষ্ট হয় না অর্থাৎ এই কাজটির ফল এলাকাবাসী দীর্ঘ দিন ভােগ করবে। এধরণের কাজ সমাজ উন্নয়ন কাজ বলে চিহ্নিত। সমাজের/এলাকাবাসীর চিহিত সমস্যা সমাধানে কাটদের নেতত /উদ্যোগে এলবাসা এবং স্কাউটদের যৌথ অংশগ্রহণের মাধ্যমে চিহ্নিত ঐ নির্িষ্ট সমস্যা সমাধানকে সমাজ উন্নয়ন কাজ বলে। কাজে স্থানীয়ভাবে সরকারী বা বেসরকারী সাহায্য সহযােগিতা গ্রহণ করা যেতে পারে।

Related Posts

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.