Cheap price backlink from grathor: info@grathor.com

সি প্রোগ্রামিং ভাষা টিউটোরিয়াল পার্ট(১)

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ।এই প্রযুক্তির যুগে সবচেয়ে বিস্ময় হচ্ছে কম্পিউটার। কম্পিউটার ছাড়া আজকের যুগে কোন কিছু করা সম্ভব নয়। আর তার জন্য শিখতে হয় প্রোগ্রামিং।আমি এমনই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি এর টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি।

Marketing

এই টিউটোরিয়ালে যা যা রয়েছে:
১। প্রোগ্রামের ধারণা।
২। বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামের ভাষা।
৩। সি প্রোগ্রামের ইতিহাস।
৪। সি প্রোগ্রাম কি।
৫। অ্যালগরিদম ও ফ্লোচার্ট।
৬। অনুবাদক প্রোগ্রাম বা কম্পাইলার কি।
৭। অনুবাদক বা কম্পাইলার কয় ধরনের।
৮। কেন অনুবাদক বা কম্পাইলার ব্যবহার করা হয়।
৯। কয়েকটি প্রোগ্রাম এর অ্যালগরিদম এবং প্রোগ্রাম এর ব্যাখ্যা।
১০। হেডার ফাইল কি।
১১। লাইব্রেরী ফাংশন কি।
১২। স্টেটমেন্ট কি এক্সপ্রেসন কি।
১৩। প্রিন্টএফ ফাংশন-কী স্কেনএফ ফাংশন কি।
১৪। এন্টিটি কি স্টেটমেন্ট কী কিওয়ার্ড কি।
১৫। লুপ কি লুপ কত প্রকার ও কি কি।
১৬। কন্ডিশনাল স্টেটমেন্ট কী।
১৭। একটি বাক্য প্রদর্শন করার অ্যালগরিদম এবং প্রোগ্রাম।
১৮। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয় করার অ্যালগরিদম, এবং প্রোগ্রাম।
১৯। তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গড় নির্ণয় করার আলগরিদম, এবং প্রোগ্রাম।
২০। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম এবং প্রোগ্রাম।
২১। একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার অ্যালগরিদম এবং প্রোগ্রাম।
২২। সেন্টিগ্রেড তাপমাত্রা কে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম এবং প্রোগ্রাম।
২৩। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগ করা এর অ্যালগরিদম এবং প্রোগ্রাম।
২৪। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার আলগরিদম এবং প্রোগ্রাম।
২৫। 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করার অ্যালগরিদম এবং প্রোগ্রাম।
২৬। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর করার প্রোগ্রাম এবং অ্যালগরিদম।
২৮। পরীক্ষার লেটার গ্রেড প্রদর্শন করার অ্যালগরিদম এবং প্রোগ্রাম।

আজকের পোস্টটি এই পর্যন্তই।পরবর্তী পোষ্ট পড়ার জন্য আমন্ত্রণ রইল সকলকে।ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ঘরে থাকুন। নিরাপদে থাকুন।

Related Posts

12 Comments

Leave a Reply