Cheap price backlink from grathor: info@grathor.com

সালাতের সুবিধার্থে ইন্দোনেশিয়ায় মোবাইল মসজিদ

বর্তমানে  বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া।আয়তনের দিক থেকে বিশ্বের ১৬তম এই দেশটির ২৬ লহ্মাধিক মানুষের মধ্যে ৮৬.১ শতাংশই মুসলিম।

দেশটির প্রধান ধর্ম  ইসলাম।এ বৃহত্তম মুসলিম দেশটিতে মসজিদের সংখ্যা প্রায় ৮ লাখ।

Marketing

দেশটির মুসলমানরা আযানের সাথে সাথে ছালাত আদায়ের জন্য তৈরি হয়।কিন্তু জনবহুল দেশ ইন্দোনেশিয়ায় অনেক সময় যানজটের কারনে সঠিক সময়ে মসজিদে পৌছাতে অনেক অসুবিধা হয়।এ অসুবিধার থেকে উত্তরনের উপায় হিসেবেই রাজধানী জাকার্তায় শুরু হয়েছে পিকয়াপ ভ্যানে নির্মিত মোবাইল মসজিদের অগ্রযাত্রা।

মোবাইল মসজিদ নামে সবুজ ও সাদা রঙের পিকআপ ভ্যানে অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে নির্মান করা হয়েছে এ মসজিদ।

এ মসজিদের ভিতরে ওযু করার স্থান,ছালাতের স্থান,সালাতের জন্য নারিদের বিশেষ পোশাক এবং ইমামের হ্মুদবার স্থান এর সুবিধা রয়েছে।

মোবাইল মসজিদ ইন্দোনেশিয়ার মুসলিমদের কাছে খুবই সমাদৃত।কারন এর ফলে ভিবিন্ন অডিটোরিয়াম, পার্ক,হাইওয়ের পাশে মসজিদ না থাকা সত্ত্বেও কর্মব্যস্ত মানুষের জামাআতে ছালাত আদায় সম্ভব হচ্ছে।আশা করা হচ্ছে যে, এটি মানুষের ছালাতের প্রতি আরো বেশী আগ্রহী করে তুলবে।

আপ্নারা যদি আরো নতুন নতুন খবর যানতে চান তাহলে প্লিজ শেয়ার করুন।

ধন্যবাদ

Related Posts

11 Comments

Leave a Reply