সাইনআপ বোনাস ৪$-২০০০$দিয়ে ট্র্যাড করুন ডিপোজিটের কোনো অপশন নেই

আসসালামু ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

এ পর্যন্ত আমরা এমন অনেক সাইটের কথা শুনেছি ,যেখানে ডিপোজিট করে তা দিয়ে ট্র্যাড করে টাকা তুলতে হয়। যেমন -বিনানী ,বিনোমো ।
কিন্তু আমি সাইট সম্পকে আপনাদের বলতে যাচ্ছি
সেখানে ডিপোজিট করার কোনো অপশন নেই।

এখানে আপনি ৩টি পদ্ধতিতে আয় করতে পারেন-

>>>সাইনআপ বোনাস ।
>>ট্র্যাডিং করে টাকা বাড়িয়ে নিতে পারবেন।
>রেফার করে

সাইন আপ করার নিয়ম :
>এই লিংকে ক্লিক করলে আপনাকে ক্লেইম অপশন দিবে ।আপনি claim বাটনে ক্লিক করলে ৪$-২০০০$ পর্যন্ত পেতে পারেন (সেটা নিতান্তই আপনার ভাগ্য)

নোট :(সাইনআপ)
০-৯৯০০ হলে পাবেন ২$+
৯৯০১-৯৯৫০ হলে পাবেন ২০$+
৯৯৫১-৯৯৯০ হলে পাবেন ২০০$+
৯৯৯১-৯৯৯৯হলে পাবেন ২০০০$+

>আপনার ইমেইল এড্রেস দিতে হবে।
>স্ট্রোং পাসওয়ার্ড দিতে হবে।(২বার)
>এর পর আপনার ইমেইলে কনফার্মেশন মেইল আসবে।সেই লিংকে ক্লিক করে কনফার্ম করতে হবে।

কীভাবে ট্রাড করবে এ সম্পর্কে ইঊটুঊবে অনেক
ভিডিও পাবেন সেসব দেখে নিবেন।

কীভাবে টাকা উইথড্র করতে পারেন?
>উইথড্র করার অনেক গুলো মেথড বা মাধ্যম রয়েছে ।যেমন-ভিসা ,মাস্টার কার্ড, পেপাল, পেওনিয়ার,বিটকয়েন ,ইথিরিয়াম ইত্যাদি।

প্রতি রেফারে আপনারা একটি ক্লেইম অপশন পাবেন এবং আপনার কোনো বন্ধু কে রেফার করলে তথা যাকে আপনি রেফার করবেন সে ৫ টি ক্লেইম অপশন পাবেন।

আর

বিনানিতে ইনভেস্ট করা বন্ধ করুন ।কারন বিনানিতে শুধু লস আর লস । মিনিমাম উইথড্র হয়ে গেলেও কখনো কখনো উইথড্র কেনসেল করে।

আর ট্রেডিং করা ড.জাকির নায়েকের মতে জায়েজ ।কেননা এটিতে লস আছে ,লাভ ও আছে ।

আবার সেয়ার মার্কেট ও জায়েজ কেননা এটি ব্যবসার মতো । ব্যবসায় যেমন লাভ লস আছে  আবার সেয়ার মার্কেটেও লাভ লস আছে।

সেয়ার মার্কেটে যদি ১০০ টাকা দিয়ে সেয়ার কেনা হয় তাহলে সেই কম্পানী লাভ হলে তার ১০০ থেকে ৫০০ টাকা হলে আপনার লাভ। কম্পানীর লস হয়ে ১০০ থেকে ৫০ টাকা হলে আপনার লস । কিন্তু সুদ দেওয়া নেওয়া হারাম ! হারাম !

Related Posts

9 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.