হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তা’আলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুটি হাদীস বর্ণনা করেছেন।
একটি তো আমি প্রত্যক্ষ করেছি আর দ্বিতীয় টির জন্য অপেক্ষায় আছি।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন যে,
আমানত মানুষের অন্ত মূলে নাযিল হয়েছিল।
তারপর তারা কুরআন থেকে জ্ঞান অর্জন করে।
এরপর তারা নবীর সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করে।
আবার বর্ণনা করেছেন আমানত তুলে নেওয়া সম্পর্কে।
যে ব্যক্তিটি ঘুমানোর পর তার অন্তর থেকে আমানত তুলে নেওয়া হবে।
তখন একটি বিন্দুর মতো চিহ্ন অবশিষ্ট থাকবে,
পুনরায় ঘুমাবে।
তখন আবার উঠিয়ে নেয়া হবে।
অতঃপর তার চিহ্ন ফুচকার মত অবশিষ্ট থাকবে।
তোমার পায়ের উপর গড়িয়ে পড়া অঙ্গার সৃষ্ট চিহ্ন যে ঠিকে তুমি ফুলা মনে করবে,
অথচ তার মধ্যে আদৌ কিছু নেই।
মানুষ কারবার করবে বটে,
কেউ আমানত আদায় করবে না।
তারপর লোকেরা বলাবলি করবে যে,
অমুক বংশের জন আমানত দাঁড়ালো গ্রহে আছে।
সে ব্যক্তি সম্পর্কে মন্তব্য করা হবে যে,
সে কতই না বুদ্ধিমান,
কতইনা বিচক্ষণ আর কতই না বাহাদুর?
অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে না।
বর্ণনাকারী বলেন আমার ওপর এমন এক জামানা অতিবাহিত হয়েছে যে,
আমি তোমাদের কারো সাথে বেচাকেনা করলাম,
সেদিকে ভ্রুক্ষেপ করতাম না।
কারণ সে মুসলমান হলে,
আমার হক ফিরিয়ে দিবে।
অথচ বর্তমানে আমি অমুক অমুক কে ছাড়া বেচাকেনা করিনা।
🥀🥀 লৌকিকতা নিন্দনীয়🥀🥀
হজরত সালামা থেকে বর্ণিত।
তিনি বলেন আমি জুন্দু কে বলতে শুনেছি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।
তিনি ব্যতীত আমি অন্য কাউকে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরূপ বলতে শুনিনি।
আমি তার কাছে গেলাম এবং তাকে বলতে শুনলাম।
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি লোক শোনাবে ইবাদত করে আল্লাহ তা’আলা তার বিনিময়ে লোক শোনানো দেবেন।
আর যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করবে আল্লাহ এর বিনিময়ে তাকে লোক দেখানো দেবেন।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদীস থেকে আমরা কি শিক্ষা পেয়েছি বন্ধুরা আসুন আমরা শিক্ষা গ্রহণ করি।
তা হচ্ছে আমরা লোকদেখানো কোন ভাল কাজ করবো না, কোন লোক কে লোক খুশি করার জন্য কোন কাজ করবো না,
বরং আপনার আমার সৃষ্টিকর্তা মহান রবের সন্তুষ্টির জন্য আমরা সবকিছুই করব।
আশা করি সকল বন্ধুরা বুঝতে পেরেছেন।
আসুন আমরা সবাই নিজেকে তৈরি করি,
দেশ কে তৈরি করতে।নিজেকে তৈরি মানুষ কে করতে।
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
এই পোস্ট টি পরে আমি অনেক কিছু জানতে পারলাম ।
Osame ekta side🥰🥰
Allaahu
Nice
Good…
camouflage
gd
Ok
gd
nice post.
well
❤️
Nice
খুব সুন্দর পোস্ট
gd