Cheap price backlink from grathor: info@grathor.com

সমুদ্র নিয়ে ইসলামিক উক্তি, ক্যাপশন, স্ট্যাটাস

আসসালামু আলাইকুম পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে  ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।  পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আলাদা। তাদের চালচলন পছন্দ এবং অপছন্দ সম্পূর্ণ ভিন্নধরনের। সৃষ্টিকর্তা আমাদের জন্য সুন্দর এবং বাসযোগ্য করে তুলেছে এই পৃথিবীকে। যেখানে তিনি অভাব রাখেন নি কোনোকিছুর। যেমন এইপৃথিবীতে রয়েছে পাহাড় পর্বত রয়েছে নৈসর্গিক সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন। সমুদ্র নিয়ে ইসলামিক উক্তি, ক্যাপশন, স্ট্যাটাস –

Marketing

সমুদ্র আমাদের সৃষ্ঠার সৃষ্টির এক অপূর্ব নিদর্শন। সমুদ্র আমাদের মন উদার হতে শিখায়।তাই এই জন্য যুগে যুগে সমুদ্র হল কারো কারো কাছে রুটি রুজির এক অন্যতম উৎস আবার কারো কারো কাছে সমুদ্র হল পর্যটনের এক অন্যতম উৎস।এই পৃথিবীতে যা কিছু দেখা যায় সকল কিছুই সৃষ্টার এক অপুর্ব সৃষ্টি। মানুষের প্রয়োজনে সৃষ্টিকর্তা যেমন পাহাড় তৈরি করেছেন ঠিক তেমনি করে মানুষের প্রয়োজনে তিনি সমুদ্র সৃষ্টি করেছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক সমুদ্র নিয়ে কিছু ইসলামিক উক্তি সম্পর্কে –

১.অবশ্যই তা কল্যাণকর যা কিছু তিনি সৃষ্টি করেছেন। 
২.সমুদ্র অবশ্যই মানব কল্যাণে সৃষ্টি করেছেন। 
৩.সমুদ্র এমন একটি সৃষ্টি যা মানুষের সৌন্দর্য দর্শনের পাশাপাশি মানুষের আহার রুটিরুজির অন্যতম উৎস। 
৪.সমুদ্রের বিদ্যমান মাছ মানুষের মানুষের খাদ্যের অন্যতম চাহিদা পূরণ করে থাকে। 
৫.সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য অবলম্বন করলে দেখা যায় সৃষ্টিকর্তা কত অপূর্বভাবে সৃষ্টি  করেছেন আমাদের এই পৃথিবী। 
৬.সৃষ্টি করেছেন  কিন্তু  ধ্বংস হচ্ছে মানুষের কারণে। 

৭.আমাদের অবশ্যই তাহার সৃষ্টির প্রতি যত্নশীল হওয়া উচিত এবং তাহার প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করা উচিত। 
৮.আল্লাহ নিজের হাতে আমাদের জন্য সাজিয়ে তুলেছেন এই পৃথিবীকে। অবশ্যই আমাদের তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। 
৯.মানব কল্যাণে তিনি যেমন সমুদ্র সৃষ্টি করেছেন ঠিক তেমনি করে তিনি সেই সমুদ্রের মাধ্যমে এক সেকেন্ডে ধংস করে তোলার সক্ষমতা রয়েছে তার।তাই আমাদের উচিত সবসময় তাঁর প্রতি অনুগত থাকা।

১০.সমুদ্র আমাদের শান্ত হতে শিখায়। আমাদের উচিত সমুদ্রের মত উদার এবং শান্ত মানসিকতায় নিজেকে গড়ে তোলার। 
১১.নানান রোগবাহী রোগের এক উত্তম সমাধান হল সমুদ্রের মাছ।যা মহান আল্লাহ তা’য়ালা সৃষ্টি করেছেন আমাদের কল্যাণে।

ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোন ধরণের টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকের পোস্টনিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করতে পারেন আমাদের সাথে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের এগিয়ে চলার পাথেয়। নতুন কোন বিষয় নিয়ে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমাদের। আজ এই পর্যন্তই। 

মাস্ক পড়ুন 

সুস্থ থাকুন 

Related Posts

5 Comments

Leave a Reply