সব মানুষ গায়েব হয়ে গেলে কি হবে?

আসসালামুয়ালাইকুম সবাইকে। কেমন আছেন গ্ৰাথোরবাসী? আশা করি সবাই ভাল আছেন।
আজ আপনাদের সাথে একটি দারুন বিষয় নিয়ে আলোচনা করব।
আশা করি সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

প্রায় ২ লক্ষ বছর ধরে পৃথিবীতে বসবাস করছে মানুষ।
কখনো কি ভেবে দেখেছেন, কি হবে যদি হঠাৎ সব মানুষ এক পলকেই গায়েব হয়ে যায়?
চলুন জেনে নেই কি হবে যদি হঠাৎ সব মানুষ গায়েব হয়ে যায়।
মানুষ গায়েব হওয়ার কয়েক ঘণ্টা পরই অন্ধকারে ডুবে যাবে পুরো পৃথিবী।সকল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানী ফুরিয়ে আসবে, এবং মানবসৃষ্ট সব আলো নিভে যাবে।

সোলার প্যানেল গুলোতে ধূলা জমে যাবে এবং এরা কাজ করা বন্ধ করে দিবে।তবে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো চলবে কয়েক বছর।

২ দিনের মাথায় পাতাল রেললাইন গুলো পানিতে তলিয়ে যাবে।কারন তখন পানি নিষ্কাশনের পাম্প গুলো নষ্ট হয়ে যাবে।

১০ দিনের মধ্যে গৃহপালিত পশু গুলো অনাহারে মারা যাবে।
অব্যবস্থাপনার কারণে বিস্ফোরিত হতে শুরু করবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলো ।তার কারনে বিশ্বজুড়ে নেমে আসবে এক ভয়াবহ বিপর্যয়।
১ বছর পর স্যাটেলাইটগুলো ধ্বসে পড়তে শুরু করবে।
২৫ বছরের মাথায় সবুজে ঢেকে যাবে পুরো পৃথিবী।
২০০ বছরের মধ্যে ধ্বসে পড়বে সমস্ত কংক্রিটের ব্যবস্থাপনা।

লোহার স্থাপত্যগুলো ধ্বংস হবে আরো ১০০ বছর পর।১০,০০০ বছর পর মানুষের একমাত্র চিহ্ন হিসেবে থাকবে পাথর কেটে তৈরি করা স্থাপনাগুলো।

যেমন: গিজার পিরামিড, চিনের মহাপ্রাচীর এবং যুক্তরাষ্ট্রের মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল।

কোনো গ্ৰহাণু দ্বারা আঘাতপ্রাপ্ত না হলে পৃথিবীর অস্তিত্ব টিকে থাকবে আরো ৫০ কোটি বছর।

এসব জিনিস গভীরভাবে চিন্তা করলে কেমন লাগে? অবশ্যই গায়ে কাঁটা দিয়ে ওঠে, তাই না?

আসলেই পৃথিবী খুবই বিচিত্র।

আজ এ পর্যন্তই।

আশা করি সবার ভাল লেগেছে  ।

দেখা হবে পরবর্তী পোষ্টে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ।।

Related Posts

19 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.