Cheap price backlink from grathor: info@grathor.com

সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট এর প্রশ্ন উত্তর দেখে নিন এখান থেকে

আসসালামুয়ালাইকুম । প্রিয় পাঠকগন। কেমন আছেন সবাই আশাকরি খুব ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট প্রশ্ন-উত্তর শেয়ার করার চেষ্টা করবো আপনাদের যাদের প্রয়োজন তারা এখান থেকে দেখে নিতে পারেন।

Marketing

 

 

চতুর্থ অধ্যায়: আখলাক

 

জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে যাওয়া-আসা করেন। সহকর্মী ও সেবা গ্রহণকারী সবাই তার ব্যবহারে সুখ্ব । তার সহকর্মী জনাব খ তার এলাকার অসুস্থ পিরিত পশুপাখি বিরান বিপন্ন গাছগাছালির পরিচর্যার জন্য একটি বহুমুখী ইন্সটিটিউশন পরিচালনা করেন।

 

প্রশ্ন: গ) জনাব ক এর মধ্যে আখলাকে হামিদা কোন গুণটি বিদ্যমান? ব্যাখ্যা কর?

 

= উদ্দীপকে জনাব ক নিয়মিত মার্জিত বেশভূষায় অফিসে যাওয়া আসা করেন। জনাব ক এর মধ্যে আখলাকে হামিদার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটা প্রকাশ পেয়েছে।

 

আমরা জানি আখলাকে হামিদা যেইসব গুণাবলী রয়েছে তার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন অন্যতম।

পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাক্তি কে সকলে ভালোবাসেন এবং পছন্দ করেন। আর মানুষেরা যাকে ভালোবাসেন আল্লাহ তাকে পছন্দ করেন।

আমরা আখলাকে হামিদার এই গুনের অনুসারী হওয়ার চেষ্টা করব।

 

প্রশ্নঃ ঘ) জনাব খ এর কার্যক্রমটি তোমার পাঠ্যপুস্তক এর আলোকে বিশ্লেষণ করো?

 

= উদ্দীপকে জনাব খ তার এলাকার অসুস্থ পশুপাখি বিরান বিপন্ন গাছপালার পরিচর্যার জন্য একটি বহুমুখী ইন্সটিটিউট পরিচালনা করেন। জনাব খ সাহেবের কাজটি আখলাকে হামিদার গুন গুলোর মধ্যে সৃষ্টির সেবা নামক গুনটি প্রকাশ পেয়েছে। সৃষ্টির সেবা করা আখলাকে হামিদা একটি অন্যতম গুণ। সৃষ্টির প্রতি দয়া দেখানো বা সৃষ্টির সেবা করলে মহান আল্লাহ খুশি হন। অর্থাৎ সৃষ্টির সেবা যে করে সে যেন মহান স্রষ্টার ই-সেবা করে।

অর্থাৎ সৃষ্টির সেবা করা আমাদের আখলাকে হামিদার একটি গুনকে মেনে নেওয়া।

 

তুমি আমাদের সবার উচিত সৃষ্টির সেবা করার মাধ্যমে আখলাকে হামিদা এই গুণটি অর্জন করা।

 

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করতে পারেন।

Related Posts

7 Comments

Leave a Reply