ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ।কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন।আপনারা সকলে নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।

চলে এসেছে ষষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট। তাই শিক্ষার্থীদের যাতে এসাইনমেন্ট এএ উত্তর খুজে সময় নষ্ট না করতে হয় আমি নিয়ে এসেছি এসাইনমেন্ট সিরিজ।এসাইনমেন্ট সিরিজের ধারাবাহিকতায় আমি আজ নিয়ে এসেছি ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট। আশা করি শিক্ষার্থীদের উপকার হবে।

#ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্টঃ
(ক)এসিডের সংজ্ঞা দাও?
উত্তরঃএসিডঃযে সকল যৌগ জলীয় দ্রবণে বিয়োজিত হয় (H+) আয়ন প্রদান করে তাকে এসিড বলে।
যেমনঃ HCl (হাইড্রোক্লোরিক এসিড)
(খ)ভিনেগারকে দূর্বল এসিড বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তরঃএসেডিক এসিডের (৬-১০%) জলীয় আয়নক ভিনেগার বলে।
আমরা জানি সে সকল এসিড পানিতে আংশিক বিয়োজিত হয় অর্থাৎ যতগুলো এসিডের অনূ থাকে তা সবগুলো (H+) আয়ন তৈরি করে না তাকে দূর্বল এসিড বলে।তেমনি ভিনেগারও পানিতে সম্পূর্ণ রুপে বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয়।এই জন্য ভিনেগারকে দূর্বল এসিড বলা হয়।

(গ)উদ্দীপকের (ii) নং বিক্রিয়া দুটি সম্পন্ন কর।
উত্তরঃউদ্দীপকের(ii) নং বিক্রিয়াটি হচ্ছে
HCl(aq)+Al(OH)3(aq)=?
বিক্রিয়াটি সমতাকরণ সহ সমাধান করে পাই,
3HCl(aq)+Al(OH)3(aq)=AlCl3+3H20
এসিদ + ক্ষার = লবন+ পানি
এখানে ৩ অনূ HCl (হাইড্রোক্লোরিক এসিড) এবং ১ অণু Al(OH)3 এর সাথে বিক্রিয়া করে ১ অনূ AlCl3 ও তিন অনূ পানি উৎপন্ন করে।

আমর জানি,এসিড ও ক্ষার পরষ্পর বিক্রিয়া করে লবন ও পানি উৎপন্ন করে অর্থাৎ নিরপেক্ষ যৌগ উৎপন্ন করে তাকে প্রশমন বিক্রিয়া বলে।

এখানে HCL ও Al(OH)3 এর সাথে বিক্রিয়া করে AlCl3(লবন) ও পানি (H20) উৎপন্ন করে।সুতরাং (ii)নং বিক্রিয়াটি হচ্ছে প্রশমন বিক্রিয়া।

(ঘ)পাকস্থলিতে এসিড হলে এর থেকে উত্তরনের জন্য নিচের বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তরঃউদ্দীপকের বিক্রিয়া দুটি হচ্ছে প্রশমন বিক্রিয়া।
2HCl(aq)+Mg(OH)2=MgCl2+2H20
এসিড + ক্ষার = লবন+পানি
3HCl(aq)+Al(OH)3=3AlCl3+3H20
এসিড + ক্ষার = লবন+পানি
পালস্থলিতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার ভূমিকা অপরিসীম। মূলত পাকস্থলিতে এসিডিটি দেখা দিলে আমাদের এন্টাদিড ওষুধ সেবন করতে হয়।এন্টাসিড ওষুধ মুলত Mg(OH)2 এর সাসপেনশন বা কার্বনেট দুইভাবে পাওয়া যায়।কখনো কখনো এন্টাসিডে Al(OH)2 ও থাকে। এই ক্ষার জাতীয় এসিডিক ওষুধ পাকস্থলির এসিডের সাথে বিক্রিয়া করে এসিডকে প্রশমিত করে নিরপেক্ষ যৌগ লবন ও পানি উৎপন্ন করে।ওই লবন ও পানি বেশি হয়ে গেলে তা আমাদের শরীরে ঘামের মাধ্যমে কিংবা প্রস্রাবেএ মাধ্যমে বের হয়ে আসে।যার ফলে আমরা এসিডিটি থেকে রক্ষা পাই।
পাকস্থলির এসিদ+এন্টাসিড ওষুধ=লবন+পানি

সুতরাং পাকস্তলিতে এসিডের সমস্যা হলে তা থেলে মুক্তি পাওয়ার জন্য উদ্দীপকের বিক্রিয়াগুলোর ভূমিকা অপরিসীম।

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।

মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

3 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.