শেখার কোন বয়স আছে কী?

নতুন কিছু শেখার, জীবনের মোড় ঘুরিয়ে দিয়ে নতুন করে ক্যারিয়ার শুরু করার কোন বয়স আছে?

আপনাদের অনেকের হয়তবা জীবন  চলছে আঁকাবাকা পথে, সেখান থেকে সপ্নের দিকে জীবনের মোড় শিখতে হবে নতুন কিছু। সেটার ভয়ে পিছিয়ে যাচ্ছেন? ভাবছেন নতুন কিছু শেখার,সপ্ন দেখার বিয়স আর নেই?

তাহলে ছট্ট একটা গল্প বলি। ইউনিভার্সিটি অফ ইলিয়ন এট আরবানা শ্যাম্পেইন এর একজন চীনা প্রফেসর ছিলেন নাম প্রফেসর জিয়াওয়ে হান (Jiawei Han). কম্পিউটার বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা ডেটা মাইনিং(Data Mining) এর জনক হিসেবে তার খ্যাতি।  কিন্তু অত্যন্ত সল্পভাষী এই প্রফেসরকে দেখে তা বুঝার কোন উপায় ছিলনা। একদিন ইউনিভার্সিটি অফ ইলিয়ন এর এক সেমিনারে তিনি তার নিজের গল্প বললেন, তিনি নাকি ৩২ বছর বয়সে পিএইচডি শুরু করেছিলেন।

ব্যাপারে কী?  ষাটের ও সত্তরের দশকে চীনে হয়েছিলো  সাংস্কৃতিক বিপ্লবের মতো অভাবনীয় এক কান্ড, সেসময় শিক্ষিত বুদ্ধিজীবী বা ছাত্রদের সবাইকে ধরে বেধে গ্রামে পাঠিয়ে চাষাবাদের কাজে লাগিয়েছিলো কমিউনিস্ট সরকার। ভাবখানা, জ্ঞান-বুদ্ধী এগুলোর  মতো শয়তানি কাজ কারবার ঠেঙ্গিয়ে দূর করা। সেসময় মেধাবী ছাত্র জিয়াওয়ে হান ১০ বছর গ্রামের  ক্ষেত খামারে কাজ করে কাটান। তারপর ১৯৭৭-৭৮ সালের দিকে সাংস্কৃতিক বিপ্লবের যুগ শেষ হলে শহরে ফিরে আবার পড়াশোনা করার সুযোগ পান তিনি।  তারপর ১৯৭৯ সালে ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করেন।  সেসময়ে কিছু চীনা গবেষক আমেরিকাতে পিএইচডি করতে যেতে পারে, ৩২বছর বয়সে তিনি শুরু করেন পিএইচডি,সেটা পান ৩৬ বছর বয়সে, আর তখনই শুরু করতে পারেন তার ক্যারিয়ার। বয়স ৪৫ হবার পরই তার আসল কাজটা শুরু করেন। আর খ্যাতি ছড়িয়ে পরে ৫০ পেরবার পর! এর কিছু বছর পর বিশ্বের সেরা কম্পিউটার বিজ্ঞানিদের মাঝে তার নাম শুরুর দিকের পাওয়া যেতো।

তো!  এই গল্পটা বলার উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা হল এটা বুঝানো,  নতুন কিছু শিখার বা জানার ক্ষেত্রে বয়স কোন বাধা হতে পারেনা!  আপনার বর্তমান  ক্যারিয়ারে আটকে গেছেন,এগোতে পারছেন না? শুরু করে দিন নতুন কিছু। যেটাতে আপনার আগ্রহ আছে,  আছে প্রেরণা!  হতে পারে আপনি এই বিসয়ে ডিগ্রী পাবেন না, কিন্তু শিখতে তো সমস্যা নেই, তাই না? এবং ভালো কাজ শিখে ক্যারিয়ার পাল্টাতেও তো কোন সমস্যার কিছু নেই!  সংকোচ লাগছে?  ধুর, এই ফালতু সংকোচকে ছেড়ে ফেলে এগিয়ে যান। পাছে লোকে কিছু বলছে? আপনার সেদিকে কান দেওয়ারই দরকার নেই।

কাজেই বয়সের জন্যে পিছিয়ে যাবেন না। কোন কিছু শেখার বা শুরু করার কোন বয়সসীমা নেই – শুরু করে দিন।

আলফ্রেড মন্টেপার্টের একটি বিখ্যাত উক্তি আছে — “নতুন কোন সমস্যা ধরো, সকাল বিকাল নাস্তা করো “( Expect problems and eat them for breakfast)

অতএব সমস্যার কথা ভেবে বসে না থেকে আজ থেকেই শুরু করে দিন নতুন কিছু শেখা।  আপনার সফলতাকে খুজুন।  আপনার সফলতা আপনারই অপেক্ষায়।

তাই… শুরুটা করে দিন। আজকেই…

Related Posts

5 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.