Cheap price backlink from grathor: info@grathor.com

শহরের বায়ুতেও বিষ, পানিতেও বিষ।

ঢাকার বায়ুর ধুলিকনায় আকাশ যেমন হুমকিতে তেমনি নদী দূষণও মারাত্মকভাবে বেড়েই যাচ্ছে।

Marketing

মানব দেহের জন্য বাতাসে ভাসমান ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার জন্য অনেক আলোচনা, সভা, মানববন্ধন হলেও এর কোন দৃশ্যমান পরিকল্পিত উদ্যোগ লক্ষ্য করা যায় নি।

তবে দ্রুত বায়ু দূষণ কমানোর দিক থেকে জানা গেছে , ২০১৬ সালে রাজশাহী শহর বিশ্ব পরিচিত পায়।

ইট ভাটা, যানবাহন এর ধোয়া কুয়াশার সাথে মিলে তৈরী হচ্ছে ধোঁয়াশা। এর মানব দেহের অনেক অসুখ বাসা বাধছে।

বন ও পরিবেশ বিভাগ অনেক উদ্যোগ  গ্রহণ করছে। বনায়নে অনেক বেশি এগিয়ে আসছে বলতেছেন।

একমাত্র বনায়ন পরিবেশকে হুমকির হাত থেকে বাঁচাতে পারবে।

নদীমাতৃক দেশ হল বাংলাদেশ। দেশের নদী গুলা প্রায় মরতে বসেছে। নদী দূষণ এখন এত বেশি হয়ে গেছে তা ঠিক হতে কত যুগ লাগবে কারো জানা নেই।

দেশ বাঁচাতে হলে আমাদেরকে নধির দিকে নজর দিতে হবে,

তাই বলা যায়, দূষিত বায়ু যেমন পরিবেশ এর হুমকির জন্য দায়ী তেমনি নদীও দায়ী।

সুতরাং, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে তাহলে পরিবেশ বাছবে।

 

 

Related Posts

3 Comments

Leave a Reply