এক গ্রামে ছিল এক দুধ বিক্রেতা। তার নাম ছিল আলিবান। তার দুধ ছিল অনেক ভালো। তাই তার দুধ নেওয়ার জন্য গ্রামের লোকেরা অনেকক্ষণ অপেক্ষা করে থাকে। কারণ, তার দুধ এতোই ভালো যে একজন পরিবার ১ কেজিরও বেশী দুধ নিয়ে নেয়। এর ফলে অনেকে দুধ পায় না।
কিন্তু সেই গ্রামে আরেকজন দুধ বিক্রেতা বাস করতো। তার নাম ছিল কালু। সে বেশী টাকা উপার্জনের জন্য দুধে পানি মেশাতো। কিন্তু তার দুধে পানি মেশানোর জন্য কেউ তার থেকে দুধ কিনে খায় না।
তাই সে তার বিপক্ষ দুধ বিক্রেতা আলিবানের বাড়ি গিয়ে ধমকিয়ে এসেছে। যেন সে দুধে পানি মেশায়। না মেশালে সেই গ্রাম থেকে তাকে বের করে দেবে।
যখন আলিবান কালুর কথা মতো দুধে পানি মেশায়না। তখন কালু একটি পরিকল্পনা করল। সেই পরিকল্পনা হচ্ছে আলিবানের দুধ দেওয়া গরুকে বিষ ইনজেকশন দিয়ে মেরে ফেলবে।
সেই কাজের জন্য কালু রাত হবার অপেক্ষা করল।
রাত হতেই কালু আলিবানের বাড়িতে ঢুকে তার ঘরের জালনার পাশে দেখল সে ঘুমিয়েছে। তারপর কালু আলিবানের গোয়াল ঘরে ঢুকে একটি বিষের ইনজেকশন গাই গরুর পাছায় ঢুকিয়ে দিলো। আর কিছুক্ষনের মধ্যে গাই গরুটি মারা গেলো।
এরপর কালু তার বাড়িতে এসে চিন্তা মুক্ত হয়ে ঘুমিয়ে পড়লো। তারপর দিন হলো আলিবান তার গোয়ালঘরে ঢুকে দেখে তার গাই গরু মারা গেছে। আর সে দুধ নিয়ে বিক্রি করবে কি করে। তাই সে কান্না করতে লাগলো। আর আশে পাশের লোকজনেরা আলিবানের কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসে। আর তারা এসব ঘটনা দেখে আলিবানকে সান্তনা দিলো। তারা বলাবলি করতে লাগলো গরুটি এমনি মারা জায়নি।
গরুটিকে দেখে বুঝা যাচ্ছে বিষের জন্য মারা গেছে। কিন্তু তারা একবার ভাবলো না যে এই কাজটি কে করেছে। কিন্তু আলিবান বুঝতে পেরেছে এই কাজটি কার। তাই সে সৃষ্টি কর্তার কাছে চাইলো যে, আমি তো সবসময় ভালো কাজ করেছি। আর আমি কোন হারাম কাজ করিনি। আমাকে সব সময় ভালো পথে চলার তোফিক দান করো।
এরপর আলিবান আবার তার কাজ বরাবরের জন্য আরেকটি গাই গরু কিনে আনল।
এই খবরটি কালুর কানে গেলো। আর কালু আবারো তার পরিকল্পনা অনুযায়ী আবারো বিষের ইনজেকশন নিয়ে রাতে আলিবানের গোয়াল ঘরে যাবে। যেমনিই গোয়াল ঘরে ঢুকে গরুর পিছনে ইনজেকশন মারবে তেমনিই আলিবান কালুর হাত ধরে ফেললো।
তারপর আলিবান আশেপাশের লোকজনদের চিৎকার করে ডাকতে লাগলো। বাচাও বাচাও আমার গরু মারতে এসেছে। এই কথা শুনে লোকজনেরা ছুটে আসে আর কালুকে ধরে মারতে থাকে।
এরপর কালুকে মারতে মারতে মেরেই ফেলে। আর কালুর গরুটা আলিবানকে দিয়ে দেয়। আর আলিবান তার গরুর দুধ স্বাভাবিক ভাবে লোকজনদের বিক্রি করতে থাকলো। আর আলিবান সবসময় সততার পথে চলল। তারপর সে ভালোভাবে তার জীবন কাটাতে লাগলো।
তো বন্ধুরা কি বুঝলে? লোভের পরিণতি কেমন হয়? তাই লোভ করা ভালো না খারাপ কমেন্ট করে জানাও।
সকলকে ধন্যবাদ।

nc
লোভে পাপ,পাপে মৃত্যু
Nice
nice post
প্রবাদ বাক্যটিই যথেষ্ট। অতি লোভে তাঁতি নষ্ট। আমও গেল ছালাও গেল। শুভ কামনা।
Ok
পড়ে ভাল লাগল। ধন্যবাদ।
Balo golpo
Nice
nice
nice post
Nice
❤️