Cheap price backlink from grathor: info@grathor.com

লক্ষ কোটি বছর (প্রেমের কবিতা)

লক্ষ কোটি বছর

মুঠোভর্তি বেলিফুল নিয়ে তোমার অপেক্ষায়
দাঁড়িয়ে আছি, লক্ষ কোটি বছর ধরে।
কতবার তুমি এসেছ ভেবে
শত শত বেলি হাত থেকে পড়ে তোমার পথ সাজিয়েছে!
কতবার তুমি এসেছ ভেবে

Marketing

এগিয়ে গেছি সেই চৌরাস্তার মোড়ে,
যেখানে একটা সময় তোমার আনাগোনা ছিল,
বাতাসে একটা সময় তোমার আগমনের গন্ধ ভেসে আসতো।
আজ সে গন্ধ আসে না, আসে কিছু স্বপ্ন,
তোমার সাথে,
লক্ষ কোটি বছর কাটানোর স্বপ্ন।

লেখকঃ Swarna Paul

Related Posts

10 Comments

Leave a Reply