লক্ষ কোটি বছর
মুঠোভর্তি বেলিফুল নিয়ে তোমার অপেক্ষায়
দাঁড়িয়ে আছি, লক্ষ কোটি বছর ধরে।
কতবার তুমি এসেছ ভেবে
শত শত বেলি হাত থেকে পড়ে তোমার পথ সাজিয়েছে!
কতবার তুমি এসেছ ভেবে
এগিয়ে গেছি সেই চৌরাস্তার মোড়ে,
যেখানে একটা সময় তোমার আনাগোনা ছিল,
বাতাসে একটা সময় তোমার আগমনের গন্ধ ভেসে আসতো।
আজ সে গন্ধ আসে না, আসে কিছু স্বপ্ন,
তোমার সাথে,
লক্ষ কোটি বছর কাটানোর স্বপ্ন।
লেখকঃ Swarna Paul
অসাধারণ
nice
অনক উপকারী পোস্ট
বেশ ভালো লাগলো।
দারুণ কবিতা
good post
nice
nice
❤️
❤️