রেপিডওয়ারকার্স একটি জনপ্রিয় ওয়েবসাইট যার মাধ্যমে আপনি প্রতি মাসে ১০,০০০ টাকা থেকে শুরু করে ১৫,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন খুব সহজেই। । আপনার ঘরে যদি কম্পিউটার/ল্যাপটপ ও মোবইল থাকে সেক্ষেত্রে আপনি ঘরে বসেই প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা সময় দিয়ে ২০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। রেপিডওয়ারকার্স ওয়েবসাইটে আপনি বিভিন্ন ধরণের কাজ পাবেন যার মাধ্যমে আপনি খুব সহজেই টাকা উপার্জন করতে পারবেন।
রেপিডওয়ারকার্স ওয়েবসাইটে নতুন একাউন্ট কিভাবে খুলবেন জেনে নিন:
রেপিডওয়ারকার্স আউটসোর্সিং ওয়েবসাইটে আপনি খুব সহজেই ফ্রি একাউন্ট তৈরী করতে পারবেন। এইজন্য আপনার ব্যবহৃত ইমেইল আথবা নতুন ইমেইল তৈরী করে রেপিডওয়ারকার্স ওয়েবসাইটে নাম, ঠিকানা, ইমেইল ও ফোন নাম্বার দিয়ে ফরমপূরণ করে সাউনআপ করে নিন। পরবর্তীতে একাউন্ট ভেরিফাইড হবার পর আপনি রেপিডওয়ারকার্স ওয়েবসাইটে লগইন করে কাজ করতে পারবেন।
রেপিডওয়ারকার্স কি এবং এর কাজগুলো সম্পর্কে জেনে নিন:
রেপিডওয়ারকার্স একটি মাউক্রোজব আউটসোর্সিং ওয়েবসাইট (http://www.rapidworkers.com/) যার মাধ্যমে আপনি খুব সহজেই ঘরে বসে ইনকাম করতে পারবেন। রেপিডওয়ারকার্স ওয়েবসাইটে ফ্রিল্যান্সাররা বিভিন্ন ধরণের কাজ করে থাকে। কাজগুলো খুবই সহজ এবং ফ্রিল্যান্সাররা দ্রুত কাজগুলো সমাধান করতে পারে।
রেপিডওয়ারকার্স ওয়েবসাইটের কাজগুলো:
- ইউটিউব সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট ও শেয়ার (YouTube subscriber, like, comment & share)
- সোস্যাল মিডিয়া (Social media)
- সাইনআপ (Signup)
- অফার এবং সার্ভে (Offers & Surveys)
- মার্কেটিং (Marketing)
- ওয়েবসাইট ভিজিট ও ক্লীক (Website visit & click)
- রিভিউ ও কমেন্ট (Review & comment)
- অন্যান্য (Others)
রেপিডওয়ারকার্স ওয়েবসাইটে ইউটিউব ক্যাটগরিতে আপনি বিভিন্ন কাজ পাবেন যার মাধ্যমে আপনি ইউটিউবে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে প্রতিদিন ২ ডলার থেকে ৩ ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। স্যোসাল মিডিয়া ক্যাটগরিতে বিভিন্ন প্রকার কাজ আছে যার ভেতর ফেসবুক, টুইটার ও ইন্সট্রাগ্রামে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আপনি খুব সহজেই প্রুভ সাবমিট করে টাকা উপার্জন করতে পারবেন।
রেপিডওয়ারকার্স আউটসোর্সিং ওয়েবসাইটে আপনি ওয়েবসাইটে বিভিন্ন প্রকার সাইনআপ করার কাজ পাবেন যার মাধ্যমে আপনি দ্রুত ট্যাস্ক সম্পূর্ণ করতে পারবেন। অফার এবং সার্ভে হচ্ছে অ্যাপের অফার ও ওয়েবসাইট সার্ভে যার মাধ্যমে খুব সহজেই টাকা উপার্জন করা সম্ভব। এছাড়াও রেপিডওয়ারকার্স ওয়েবসাইটে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজও করতে পারবেন। কোম্পানির পণ্যের প্রমোশন করে প্রুভ সাবমিট করতে পারবেন। রেপিডওয়ারকার্স আউসোর্সিং ওয়েবসাইটে ছোট ছোট কাজ ভিজিট, ক্লীক, রিভিউ ও কমেন্ট করে স্বল্প সময়ে কাজ সম্পূর্ণ করা সম্ভব। যেকোন ট্যাস্ক/কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে অবশ্যই প্রুভ হিসেবে স্ক্রিনশট আপলোড করতে হবে।
রেপিডওয়ারকার্স ওয়েবসাইটে টাকা ডেপোজিট ও উত্তোলনের করবেন কিভাবে জেনে নিন:
রেপিডওয়ারকার্স আউটসোর্সিং ওয়েবসাইটে আপনি পেপালের মাধ্যমে খুব সহজেই টাকা ডেপোজিট করতে পারবেন এবং টাকা উত্তোলন করতেও একইভাবে পেপালের মাধ্যমে টাকা উত্তোলন করতে হবে। এরপর আপনি পেপাল থেকে নগদ, বিকাশ ও রকেট একাউন্টে টাকা কনভার্ট করে আনতে পারবেন।
হুমম
thanks for the information
Nice
nice
Thanks.
nice
I like this post very much. I want to this start right now. It would have been more beneficial for me to write more details about this
Nice
o