আসসালামু আলাইকুম প্রিয় গ্রাথোর এর পাঠকবৃন্দ। আশা করি সবাই ভাল আছেন।আজকের পোস্ট টি হতে চলেছে ঠিক তাদের জন্যই যারা অনলাইনে গেম খেলতে খুব বেশি পছন্দ করে।আমরা অনেকেই এন্ড্রয়েডের গেম খেলয়ে পছন্দ করি,কেউ অফলাইন গেম কেউ অনলাইন গেম খেলে সময় কাটাই।বিশেষ করে এই লকডাউনের সময় গেম খেললে সময় আরো অনেক বেশি দ্রুত কাটিয়ে দেয়া যায়।তবে আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব বর্তমান বিশ্বের অন্যতম সেরা অনলাইন গেল ফ্রি ফায়ার নিয়ে।যারা অলরেডি ফ্রি ফায়ার খেলেন তারা এই পোস্ট চাইলেই স্কিপ করে যেতে পারেন।আর যারা খেলেন না তাদের জন্যই আজকের ফ্রি ফায়ার রিভিউ দেব।তো চলুন শুরু করা যাক।ফ্রি ফায়ার মুলত একটা অনলাইন গেম।সোজা প্লে স্টরে গেলেই আপনারা এই গেমটা পেয়ে যাবেন,নাম গ্যারেনা ফ্রি ফায়ার যার সাইজ হবে ৫০০+ এমবি।যাদের ফোনের র্যাম মোটামুটি ২ জিবি আছে তারা সহজেই এটা খেলতে পারবেন।আর কম র্যাম ওয়ালা ফোনে এটা ইন্সটল করলেই আপনার ফোন হ্যাং হয়ে যেতে পারে।তো ধরুন আপনি ফোনে ইন্সটল করলেন গেম,তারপর আপনি চাইলে আপনার ফোনে ফেসবুক কানেক্ট করেও খেলতে পারবেন আবার জিমেইল কানেক্ট করেও খেলতে পারবেন।তো গেম ওপেন হয়ে যাবার পর আপনাকে একটা ফ্রি ক্যারেক্টর দিয়ে দেয়া হবে যাকে সাথে করে আপনি খেলবেন।এই গেমে অনেক অনেক ক্যারেক্টার আছে যাদের পেতে হলে আপনার প্রতিদিন খেলে কয়েন জপমাতে হবে আর সেই কয়েন দিয়ে সেই ক্যারেটক্যারেক্টর কিনে নিবেন।তাহলে এবার আসুন আপনি কিভাবে খেলবেন।এখানে অনেক অপশন পাবেন,যেমন ক্লাসিক,সেটা হতে পারে বারমুডার ম্যাপে অথবা কালাহারির ম্যাপে।এই দুইটা দুই দেশ,আপনি যেখাএ খুশি খেলতে পারবেন।আপনি চাইলে একাও খেলতে পারবেন আবার যদি মনে করেন আমার ফেসবুক বন্ধুদের নিয়ে খলবো সেটাও করতে পারেন।আপনার জন্য সব ব্যাবস্থা থাকবে।আরো অনেক মুড আছে যেমন,ক্লাশ স্কোয়াড,রেনক স্কোয়াড এমন আরো। তাহলে বুঝতেই পারছেন যে কতগুলো অপশন পাবেন।এবার আসুন গেমে চলে যাই।ধরুন আপনি ক্লাসিক দিয়ে একা একাই গেমে ঢুকলেন।এমন আরো ৪৯ জন আপনার সাথে গেমে ঢুকবে।তারা সবাই বিভিন্ন দেশের।আপনার কাজ হচ্ছে সবাইকে মেরে প্রথম স্থান অধিকার করা।সে আপনি যেভাবেই মারেন না কেন।হতে পারে গুলি মেরে,ঘুষি মেরে,তরোয়াল দিয়ে মেরে,বোম মেরে।এমন আরো মারার ব্যাবস্থা আছে।গেমের শুরুতেই আপনাকে প্যারাসুট দিয়ে বিমান থেকে নামিয়ে দেয়া হবে।তারপর আপনি যেখানে খুশি নেমে দ্রুত অস্ত্র কালেক্ট করবেন।অস্ত্র গুলো সাধারনত সবখানেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে।একটু খুজে নিতে হবে আপনাকে।তারপর সেই অস্ত্র এর জন্য গুলিও একইভাবে খুজে নিতে হবে।আপনি লুট করতে করতে গ্লু ওয়াল নামে এক প্রকার আঠা খুজে পাবেন যেটা কোনো এনিমি হঠাৎ করেই সামনে চলে আসলে আপনার আত্বরক্ষার জন্য মেরে দিতে পারেন তাহলে আপিনার সামনে একটা ওয়াল তৈরি হয়ে যাবে। যেটা আপনাকে গুলি খাওয়ে থেকে বাচাবে।এভাবে আরো অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস খুজে পাবেন।এর থেকে আরো অনেক বেশি জানতে আপনাকে খেলতে হবে।আমি তো মাত্র বেসিক বলে গেলাম।আরো এত বিষয় আছে যে আপনি চিন্তাও করতে পারবেন না।তাহলে দেরি না করে আজই ফ্রি ফায়ার খেলা শুরু করে দিন আর দ্রুত টাইম পাস করুন।আমি আবার আসবো নতুন রিভিউ নিয়ে।সবাই ভাল থাকবেন।
Related Posts
আটলান্টিস ডেকোরা বর্তমানে বই থেকে শুরু করে প্রসাধনী, ফ্যাশন, ইলেকট্রনিক্স,গৃহস্থালী এবং বাচ্চাদের খেলাধুলার সামগ্রী পর্যন্ত বিস্তৃত পণ্য সরবরাহ করে। তারা…
আজকের পোস্টে আমরা চাঁদের অমাবস্যা উপন্যাসের বিষয়বস্তু, চরিত্র, রিভিউ নিয়ে কথা বলতে যাচ্ছি। চাঁদের অমাবস্যা উপন্যাসের লেখকের নাম কি, চাঁদের…
আমাদের পৃথিবীতে অনেক অনেক রকম ফোন এর ব্রান্ড রয়েছে। যেমন:- Samsung, Redmi, Google, OnePlus, Vivo, Oppo, Symphony ইত্যাদি। এতগুলো ব্রান্ডের…
আসসালামু আলাইকুম। প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এলাম হিমালয়…
টেকনোলোজির সাথে যারা আপডেট থাকনে, তারা আর কোন খবর রাখুক আর না রাখুক, অ্যাপেল এর প্রোডাক্ট রিলিজ কিংবা প্রেস রিলিজ…
4 Comments
Leave a Reply Cancel reply
You must be logged in to post a comment.
😊
Nice
Good
ok