আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ! রবি বিজয় মাস এর দারুণ অফার। রবিতে ১০০% ইন্টারনেট বোনাস সবাই পাবেন। আজকের পোস্ট যাদের রবি সিম রয়েছে তাদের জন্য। আজকে আমি আপনাদের সাথে রবি সিমের বেশকিছু অফার শেয়ার করবো। যেগুলো আপনাদের জন্য অনেক প্রফিট হবে।
অফার গুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাদের মোবাইলে মাই রবি অ্যাপস থাকতে হবে। যাদের এখন পর্যন্ত মাই রবি অ্যাপ ডাউনলোড করা নেই। তারা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন।
অ্যাপ: https://f8uqp.app.goo.gl/ffzGwg3j79GgpqFB7
লিংকে ক্লিক করার পর সেখান থেকে মাই রবি অ্যাপ প্লে স্টর থেকে সেটা ইন্সটল করে নিবেন। ইন্সটল করার পর আপনার মোবাইল থেকে এটা ওপেন করবেন। প্রথমবার আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন। সেটা দিলে মোবাইল নাম্বারে একটা কোড যাবে। যেটা দিলে অটোমেটিক আপনার মাই রবি অ্যাপস এ লগইন হয়ে যাবে।
রবি বিজয় মাস এর ১০০% বোনাস অফার
বিজয়ের মাস হিসেবে মাই রবি অ্যাপ এ অনেকগুলো অফার চলছে। বেশকিছু অফার রয়েছে যেগুলোর উপর 100% বোনাস পাবে। সে অফার গুলো আপনাদের সাথে শেয়ার করবো। সবার প্রথম যে অফারটা রয়েছে সেটা হচ্ছে ছোট একটা অফার।
আপনি যদি 46 টাকা দিয়ে আগে এমবি কিনতেন সে ক্ষেত্রে 2gb পেতেন। বিজয়ের মাস উপলক্ষে আপনাকে সেখানে 2 জিবি বোনাস দেওয়া হবে।
৫৫০ টাকার অফার এও বর্তমান এ ১০০% বোনাস দেওয়া হচ্ছে। আগে ২৫ জিবি ৯০০ মিনিট দেওয়া হত। কিন্তু বর্তমান এ ৫০ জিবি দেওয়া হবে। সাথে মিনিট ও থাকছে।
আরো একটা অফার আছে যেটার উপর আপনি 100% বোনাস পাবেন। সেটা হচ্ছে ৪ জিবি প্যাক 114 টাকা। আপনি আগে ৪ জিবি পেতেন কিন্তু বর্তমানে সেটা বোনাস সহ আপনি আরো ৪ জিবি পাবেন।
রবি বিজয় মাস উপলক্ষে রেফার বোনাস।
এগুলো ছিল এখানে প্যাক ক্রয় করার ক্ষেত্রে অফার। এছাড়া এখানে বেশ কিছু অফার রয়েছে। আপনারা যারা মাই রবি অ্যাপ রেফার করতে তারা প্রতি রেফার এর জন্য 1 জিবি করে আপনাদেরকে দেওয়া হতো। কিন্তু বর্তমানে সেটা বাড়িয়ে 100% করা হয়েছে। এখন থেকে আপনি মাই রবি অ্যাপ রেফার করার জন্য প্রতি রেফারে জন্য 2 জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন। এ সব অফার এর মাঝেও যারা প্রথম 170 রেফার করবে সেই প্রথম 100 জনকে দেওয়া হবে একটা করে এলইডি টিভি। আপনি যদি 100 জনের মধ্যে 170 টা রেফার করতে পারেন তাহলে টিভি পাবেন।
এছাড়াও মাই রবি অ্যাপস বিজয়ের মাস উপলক্ষে বেশকিছু অফার রয়েছে। আপনারা সেটা মাই রবি অ্যাপস ডাউনলোড করে ওপেন করলে দেখতে পাবেন। এখান থেকে আপনারা রেফার কনটেস্ট জয়েন করতে পারেন। অথবা আপনি সরাসরি প্লে স্টোর থেকে গিয়ে সার্চ করেও জয়েন করতে পারেন।
প্রথমবার যখন আপনি অ্যাপসে লগইন করবেন সে ক্ষেত্রে আপনাকে ভালো কিছু অফার দেওয়া হবে। প্রথমবার লগইন করার জন্য এবং কিছু ইন্টারনেট প্রথম লগইনের একদম ফ্রীতে পাবেন। সাথে থাকছে ১২ টাকায় ১ জিবি। আজকের পোস্টটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
Nice
nc
nc
nice post
Thanks for infomation. useful post
Thanks for information, useful post
thanks
Dhonnobad
darun
nice post
Good
bah…
nice post
Good
valo
Wow
Gd
ভালো
ok
darun
Nice
nc
❤️
hello
porva
Nice
Ok
good
Not bad
nice post
❤️
সুন্দর পোস্ট…
well
ok