রক্তক্ষরণ বন্ধের ঘরোয়া পদ্ধতিসমূহ

  1. বিসমিল্লাহির রহমানির রহিম
    আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের কে জানতে চায় রক্তপাত হলে ঘরে কিভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুর্ঘটনা মোকাবিলা করবেন।তার আগে আমরা জেনে নি রক্তক্ষরণ সমপর্কে।
    রক্তপাত বা রক্তক্ষরণ কিঃ-আমরা জানি রক্ত হলো তরল পদার্থ। এর রং লাল।হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থের উপস্থিতি থাকার কারণে রক্তের রং লাল হয়।শরীরের কোন জায়গায় কেটে গেলে যে ক্ষতের সৃষ্টি হয় আর সেই ক্ষত থেকে যে রক্ত বের হয় তাকে রক্তক্ষরণ বা রক্তপাত বলে। এই রক্তক্ষরণ ঘরোয়া পদ্ধতিতে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে কঠিন বিপদ হতে রক্ষা পাওয়া যায়।
    চলুন পদ্ধতিগুলো জেনে নেয়া যাকঃ-
    ১.কাটা স্থানে বৃদ্ধাআঙ্গুল দিয়ে চাপ দিয়ে রাখলে অনেক সময় রক্তপাত বন্ধ হয়ে যায়।
    ২.ক্ষতস্থানে স্যাভলন বা ডেটল দিয়ে পরিস্কার করে নিতে হবে।যাতে ক্ষত স্থানে জীবাণু আক্রান্ত না করে। তাছাড়া যত তাড়াতাড়ি সম্ভব ক্ষত স্থানে পরিস্কার কাপড় বা বেন্ডেজ দিয়ে বাঁধতে হবে।
    ৩.রক্তপাত বেশি হলে টুনিটেক ব্যবহার করতে হবে। টুনিটেক মানে হচ্ছে প্রাথমকি বাঁধনকে ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে তোলা।ক্ষত স্থান ঢিলা করে তার ভেতরে একটি পেনসিল ঢুকিয়ে আস্তে আস্তে ঘুরালে বাঁধনটি ক্রমশ শক্ত হয়ে রক্ত বন্ধ হয়।
    ৪.ক্ষত স্থানে নাড়াচাড়া বন্ধ করতে হবে। না হলে রক্তপাত বেশি হয়।
    ৫.ক্ষত স্থানে যত তাড়াতাড়ি সম্ভব বরফ লাগাতে হবে।এতে রক্তক্ষরণ বন্ধ হয়।
    ৬.সামান্য কেটে গেলে বা আঘাত পেলে রক্ত জমাট বেঁধে নিজে নিজে রক্তপাত বন্ধ হয়ে যায়।
    ৭.যে স্থানে রক্ত ক্ষরণ হচ্ছে সেই স্থানে হ্রদপিন্ডের সমতার ওপর তোলে ধরলে রক্ত ক্ষরণ অনেকটা কমে যাবে।
    ৮.রক্তপাত বন্ধের জন্য প্রত্যেক্ষ বা পরোক্ষভাবে চাপ দিতে হবে।
    ৯.রোগীকে বসানো যায় এমন স্থানে স্থানান্তর করতে হবে। এতে রক্ত ক্ষরণ আপনা আপনি কমে যাবে।
    ১০.রসুন এর কোষা যদি ক্ষত স্থানে লাগিয়ে দেয়া হয় সাথে সাথে রক্ত ক্ষরণ বন্ধ হয়ে যায়।
    ১১.কেটে যাওয়ার সাথে সাথে যদি পানি পান করা যায় তাতে ও রক্তপাত বন্ধ হয়ে যেতে পারে।
    ১২.তাড়াতাড়ি ডাক্তারের কাছে বা হাসপাতালে নিতে হবে।ডাক্তারের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং ঔষুধ গ্রহন করতে হবে।

    আজ আর লিখছি না। আমি যতটুকু জানি আপনাদের জানালাম। আপনারা রক্তপাত বন্ধ করতে এই ঘরোয়া পদধতিতে চিকিৎসা নিতে পারেন।ভুল হলে ক্ষমা করবেন আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.