Cheap price backlink from grathor: info@grathor.com

“যে সব কারনে স্মার্ট ফোন অতিরিক্ত গরম হয়”

বর্তমানে আমরা কম বেশি সবাই স্মার্ট ফোন করি।কিন্তু অনেক স্মার্ট ফোন আছে তাদের মধ্যে দেখা গেছে যে অনেক স্মার্ট ফোন অতিরিক্ত গরম হয় কিন্তু এর কারন কি।এর কারণ হচ্ছে ফোনটা যে কোম্পানী থেকে তৈরি করা হয়েছে সেই কোম্পানির ব্যাটারিটা হয়তো তারা ভালো ভাবে তৈরি করে পারেন নি।আর এই জন্য ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায়।এছাড়াও কোনো ফোনের নেটওয়ার্ক এর গতি কম হওয়ার কারনেও ডাটা অন করার সাথে সাথে ফোনটা অনেক বেশি গরম হয়ে যায়।ফোন গরম হওয়ার আরো কারন হচ্ছে ফোনের রেম ও ফোনের ফোন মেমরি ফুল থাকার কারন ফোন গুলো অতিরিক্ত গরম হয়ে যা আমাদের ব্যবহার করতে খুবই অসুবিধা হয়ে থাকে।আর তাই ফোনের রেম ও ফোন মেমরি সম সময় সম্পূর্ণ না রেখে খালি রাখার চেষ্টা করা।আর এই হচ্ছে ফোন অতিরিক্ত গরম হওয়ার কারণ একটি ফোনের মধ্যে যদি এই জিনিস গুলো থাকে তাহলে ফোন অতিরিক্ত গরম হবে যা আমাদের ব্যবহার করার বাইরে।তাই কোনো কেনার সময় ফোনের সব দেখে যেমন:রেম,রোম,প্রসেসর,ব্যাটারির আম্পিয়ার এবং কত পাওয়ারের ব্যাটারি এই সব বিবেচনা করে দেখে তার পর ফোন কেনা এতে তাহলে সবার জন্যই উপকার হবে।আর যদি আমরা এই সব কিছু দেখে না বোঢে কিনে নিয়ে আসি তার পর কিছুদিন ব্যবহার করার পর হঠাৎ হঠাৎ গরম হয়ে যাবে এবং অবশেষে আমাদের জীবন নিয়েও টানা টানি করতে হতে পারে।আবার কেউ কেউ ভাবে যে কম দামি ফোন গরম হয় বেশি এটা এক দামই ভুল ধারণা কারন স্মার্ট ফোন তো সব একই ধরনের তো কম দামি হোক আর বেশি ফোন যদি ভালো না থাকে তাহলে গরম হবেই।আর এই হচ্ছে মোটামুটি স্মার্ট ফোন গরম হওয়ার সব কারন গুলো আমার পোস্টটি দেখে হয়তো আপনারা এত টুকু বুঝতে পারবেন যে কোন ফোনটি ভালো এবং কোন ফোনটি খারাপ।তো আপনারা যদি কখনও কোনো ফোন তাহলে ঐ ফোন সম্পর্কে বিস্তারিত সব কিছু জেনে কিনবেন এতে আপনাদেরই অনেক ভালো হবে।

Marketing

 

Related Posts

7 Comments

Leave a Reply