আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভাল আছেন, আজকে আপনাদেরকে আমার একটা ট্রিক্স শেখাবো যেটির মাধ্যমে আপনারা গান থেকে মিউজিক আলাদা করতে পারবেন.
https://play.google.com/store/apps/details?id=com.nexstreaming.app.singplay
এই অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে অপেন করবেন. ওপেন করার পর অ্যাপস এর পারমিশন গুলো অন করে দেবেন তারপরে আপনাকে অনেকগুলো মিউজিক শো করবে আপনার মোবাইলে যতগুলো অডিও গান আছে সব গান এই অ্যাপস এর মধ্যেও সু করবে. আপনি যে গানটির মিউজিক আলাদা করতে চান সেটি সিলেক্ট করবেন প্রথমে, সিলেক্ট করার পর আপনি গানটি প্লে করবেন আপনি চারটি বাটন দেখতে পারবেন হোমস্ক্রিনে প্লে বাটন এর সাথে ডান্স আইডিটি মাইকের মত বাটন দেখতে পাবেন. সেখানে ক্লিক করার পর গান থেকে মিউজিক সম্পূর্ণ আলাদা হয়ে যাবে তারপরে আপনি সেট বাটন দেখতে পাবেন ওপরে সেখানে ক্লিক করে গানটি অথবা মিউজিকটি সেভ করে নিবেন. আপনি ইচ্ছা করলে এ মিউজিক টির মধ্যে আপনার নিজের ভয়েস দিয়ে গান গাইতে পারবেন তার জন্য হোমস্ক্রিনে চারটি বাটনের মধ্যে প্লে বাটন এর বাম সাইডে একটি বাটন দেখতে পাবেন. সেখানে ক্লিক করার পর আপনাকে বলবে গান গাইতে আপনি তখন মিউজিকের তালে তালে আপনার ভয়েস রেকর্ড করে নিবেন. তারপর আবার সেভ করবেন এখন আপনার কাজ শেষ. এবার আপনি ইচ্ছা করলে যে কোন গান থেকে ভয়েস আলাদা করে নিজের ভয়েস দিয়ে গান গাইতে পারবেন. আমাদের সাথে থাকার জন্য বন্ধু আপনাদেরকে ধন্যবাদ.
5 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.

Vlo lekhcen
❤️
Thanks
Dhur
no need