Cheap price backlink from grathor: info@grathor.com

যেকোন ভাষায় ট্রান্সলেট করুন সহজে

Marketing

অন্য ভাষার অনুবাদ জানতে আগ্রহী কিন্তু বুঝেন না, নো টেনশন! আজকের পোস্টে এমন একটি অ্যাপস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যেটি দ্বারা যেকোনো ভাষাতে ট্রান্সলেট করতে পারবেন সহজেই । অ্যাপটি অনলাইন এবং অফলাইন দুভাবেই ইউজ করতে পারবেন। তাহলে আর দেরী না করে অ্যাপটির সম্পর্কে জানা যাক।

অ্যাপটির নাম হচ্ছে –“গুগল ট্রান্সলেট”।
অ্যাপটি প্লে-স্টোর হতে পাঁচশত মিলিয়ন এর চেয়ে বেশিবার ডাউনলোড করা হয়েছে ।
প্লে স্টোরে “Google translate”  লিখে সার্চ দিলে অ্যাপটি সহজে পেয়ে যাবেন।

অ্যাপটির বৈশিষ্ট্য:

✔অফলাইন ট্রান্সলেট: এই অ্যাপ দ্বারা কোন ইন্টারনেট সংযোগ ছাড়াই 59 টি ভাষায় অনুবাদ করতে পারবেন । তবে এক্ষেত্রে অফলাইন ট্রান্সলেশন অপশনে ক্লিক করে যে ভাষাগুলো ডাউনলোড করে রাখবেন , সেগুলো অফলাইন ট্রান্সলেট সাপোর্ট করবে । যেমন কেউ অফলাইন ট্রান্সলেশন অপশনে ক্লিক করে যদি বাংলা ও ইংলিশ ভাষা ডাউনলোড করে করে রাখে তাহলে সে বাংলা হতে ইংলিশ এবং ইংলিশ হতে বাংলা ভাষায় অফলাইনে অনুবাদ করতে পারবে।
✔কপি করা টেক্সটের অনুবাদ: যেকোনো টেক্সট কপি করে গুগল ট্রান্সলেটে টেপ করে অন্য যেকোনো ভাষায় অনুবাদ করা যায়।
✔টাইপিং করা টেক্সট অনুবাদ: এই অ্যাপের সাহায্যে টাইপিং দ্বারা 103 টি ভাষায় অনুবাদ করতে পারবেন।
✔ ক্যামেরার সাহায্যে অনুবাদ: স্মার্টফোনের ক্যামেরা দ্বারা 88 টি ভাষায় টেক্সট তাত্ক্ষণিক অনুবাদ করতে পারবেন ।
✔হাত দিয়ে লিখে অনুবাদ: টাইপ করার পরিবর্তে হাত দিয়ে লিখে 95 টি ভাষায় অনুবাদ করতে পারবেন ।
✔অনুবাদ সংরক্ষন: অনুবাদ করা টেক্সট ফ্রেজবুক অপশনে সংরক্ষন করা যায় ।
✔অনুবাদ এর উচ্চারণ: যে কোনো ভাষার টেক্সট  অনুবাদ ও এর উচ্চারণ করে দবি এই অ্যাপ ।
এছাড়াও অ্যাপটি ভয়েস ট্রান্সলেশন সাপোর্ট করে।

নিম্নোক্ত ভাষাগুলির মধ্যে অনুবাদ সাপোর্ট করে:
বাংলা , ইংরেজী , হিন্দি , আরবি , চীনা , জার্মান , ফ্রেঞ্চ ,তামিল , তেলেগু , ডাচ , ল্যাটিন, গ্রিক , গুজরাটি , হিব্রু, উর্দু, তুর্কিশ , সুইডিশ , পান্জাবি ,রাশিয়ান, পর্তুগীজ,  ইতালিয়ান, জাপানিজ , হাঙ্গেরিয়ান, নেপালি  , ডেনিস , ফিলিপিনো , আফ্রিকান, আলবেনিয়ান, আমহারিক, আর্মেনিয়ান, সার্বিয়ান সহ অনেক ভাষায় ট্রান্সলেট করতে পারবেন এই অ্যাপ দ্বারা ।

আশাকরি অ্যাপসটি আপনাদের কাজে আসবে ।
ধন্যবাদ।

Related Posts

12 Comments

Leave a Reply