যেকোন নাম্বারে যেভাবে ফ্রি তে SMS পাঠাবেন

আজকে একটি ট্রিকি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে কীভাবে যেকোন নাম্বারে ফ্রি SMS পাঠাতে পারেন।তাই আজকের আর্টিকেলটি মন দিয়ে পড়লে যে কাউকে ফ্রিতে তার সিমে SMS পাঠাতে পারবেন।যারা আগে থেকেই জানেন তাদের এই পোস্ট এড়িয়ে যাওয়াই উত্তম :-)।
তো চলুন শুরু করা যাক আজকের আর্টিকেল।

ফ্রি আমরা কে না চাই? ফ্রি কলিং তো সম্পর্কে মোটামুটি আমরা অনেকেই জানি আর ফ্রি কলিং সম্পর্কিত আমি একটি আর্টিকেল ও এইখানে লিখেছে, চাইলেই সেটি দেখে নিতে পারেন এখন সেখানে আর গেলাম না।আমরা তো মেসেঞ্জারে সবার সাথে ফ্রিতে মেসেজিং করে থাকি। Free SMS ও কিন্তু করা যায়,আপনি যাকে ফ্রিতে SMS পাঠাবেন তার ইন্টারনেট কানেকশন না থাকলেও চলবে, তার সিমে আপনার মেসেজটি চলে যাবে,আপনার কোন টাকাও খরচ হবে না।
তবে জেনে রাখা ভালো আপনার কিন্তু Internet Connection থাকা লাগবে,তাই ইন্টারনেট ছাড়া এই অ্যাপ চালানো যায় না,আর খুব বেশী ইন্টারনেট লাগে না এই অ্যাপসে।যাহোক,এই ফ্রি SMS Service এর জন্য কী করতে হবে?
এর জন্য দরকার একটি অ্যাপ।আর এই অ্যাপটি খুব সম্ভবত বাংলাদেশী App বলেই আমার মনে হচ্ছে।আর App টি খুব ভালোই সার্ভিস দিচ্ছে।App টির নাম হচ্ছে “BD GO SMS”অ্যাপটি প্লেস্টোর সার্চ দিন পেয়ে যাবেন। তারপর Play store এ গিয়ে অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে ইন্সটল করে নিন।
এবার আপনার রিয়েল ফোন নাম্বার দিয়ে একটি Account খুলে নিন। App এর ভিতরে ঢুকলেই বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট খোলা একদম সহজ। ব্যাস্ হয়ে গেল আপনার অ্যাকাউন্ট।
প্রথমে হয়তো তারা আপনাকে কিছু পয়েন্ট জয়েনিং বোনাস হিসেবে দিতে পারে। মোটামুটি ভালো এমাউন্টের পয়েন্ট ই পেতে পারেন।তাই জয়েনিং করলেই লাভ কেননা জয়েন করলেই ভালো পরিমাণের একটা বোনাস পেয়ে যাচ্ছেন।
তারপর অ্যাপে ঢুকলেই যে কাগজের প্লেনের মতো দেখবেন সেখান থেকেই SMS করতে পারবেন । এবার কীভাবে পয়েন্ট বাড়াবেন?
উপরে বা পাশে মেন্যু অপশনে ক্লিক করে Get Point এ ক্লিক করুন। সেখানে দেখবেন স্পিনের কাজ করা যায়। আর প্রতি ৪০ সেকেন্ড পর পর স্পিন করতে পারবেন,স্পিন করলে যে অ্যাড আসবে সেখানে ৫-১০ সেকেন্ড সময় থাকুন,তবে Add Click করার প্রয়োজন নেই।নিচে আছে Daily reward. যেটাতে প্রতিদিন ই 80 পয়েন্ট করে ফ্রিতে দেয়া হয়,এটার জন্য কোন Ad দেখতে হয় না।তারপর আছে video reward যেখান থেকে ৫ পয়েন্ট করে পাবেন।আর অনেক ভিডিও দেখতে পারবেন।একটা ভিডিও দেখার পর প্রায় বলা যায় সাথে সাথেই আরেকটা ভিডিও আসে।তাই ভিডিও দেখে অনেক Point Earn করা সম্ভব। আর প্রতি SMS এর জন্য মাত্র ২ পয়েন্ট লাগে।সুতরাং বলাই যায় এটি খুব ভালো একটি অ্যাপ।আমার কাছেও অ্যাপটি খুবই প্রিয়,এটা অনেক দিন ধরেই ব্যবহার করছি খুব ভালো সার্ভিস দিচ্ছে। তাই আপনিও চাইলে ব্যবহার করে দেখতে পারেন।

আশা করি আর্টিকেল টি পড়ে আপনাদের কাছে ভালো লেগেছে,হয়তো খুব কাজে দেবে আমার এই ট্রিকটি।কোথাও ভুল থাকলে ক্ষমাদৃষ্টিতে দেখবেন।আর্টিকেলটি পুরোপুরি পড়ার জন্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।

Related Posts

15 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.