যেকোনো এপ্সে নিজের নাম ও ছবি যুক্ত করুন …

আসসালামু আলাইকুম …

আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি।

আজ আমি আপনাদের সামনে একটি এপ্স এর রিভিও নিয়ে হাজির হলাম।

আমরা সকলেই মনে মনে ভাবি, আমি যদি কোনো সফটওয়্যার ইন্জিনিয়ার হতে পারতাম তাহলে নিজের ইচ্ছামতো সফটওয়্যার তৈরি করতে পারতাম। আমরা সকলেই চাই এমন কোনো সফটওয়্যার তৈরি করতে যার মধ্যে নিজের নাম এবং ছবিও দেয়া থাকবে।

আমি আপনাদের এমন একটি এপ্স এর সাথে পরিচয় করে দিবো যার মাধ্যমে আপনারা প্রোগ্রামিং কিংবা কোডিং না জানলেও আপনারা এই এপ্সটির. সাহায্যে আপনারা যেকোনো এন্ড্রয়েড এপ্স এর মধ্যে নিজের ছবি এবং নিজের নাম দিতে পারবেন।

তাছাড়া নিজেদের তৈরি যেকোনো লগো, ইচ্ছামতো নাম দিয়েও এপ্স টি নতুন করে আপডেট দিতে পারবেন।

তো চলুন দেরি না করে শুরু করা যাক ….

এপ্সটির নাম হলো APK Editor

এপ্সটির সাইজ মাত্র ১০ এম্বি।
আপনারা এটি Google Play Store থেকে সার্চ দিলেই পেয়ে যাবেন। তারপর এপ্সটি ইনস্টল করুন।

এপ্সটি ওপেন করুন। তারপর Select Apk from App এ ক্লিক করে আপনারা যে এপ্সের নাম অথবা ছবি নিজেদের নামে দিতে চান সেই এপ্সটি সিলেক্ট করুন।

তারপর Simple edit এ ক্লিক করুন। তারপর IMAGES এ ক্লিক করুন।

যেই ছবিটি আপনি এপ্সের লগোতে দিতে চান সেটি সিলেক্ট করুন। তারপর Build এ ক্লিক করলেই দেখতে পারবেন. এপ্সটির মধ্যে আপনার ঐ ছবিটি এসে গেছে।

আপনারা এপ্সে আপনার নাম দিতে চাইলে একই ভাবে এপ্সটি সিলেক্ট করে তারপর Common Edit এ ক্লিক করুন।

তারপর App Name এর জায়গায় আপনার পছন্দ মতো নাম দিন।

তারপর Save এ ক্লিক করুন। তারপর দেখতে পারবেন আপনার এপ্সটি Save হয়ে গেছে এবং back করে আপনার সেই এপ্সটির মধ্যে আপনার সিলেক্ট করা সেই ছবি টি চলে এসেছে।

এভাবে আপনারা খুবই সহজে আপনাদের অনেক দিনের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। একই নিয়মে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো এন্ড্রয়েড এপ্সে আপনাদের নিজেদের নাম এবং ছবি দিয়ে লগো তৈরি করতে পারবেন।

আপনাদের বন্ধু দেরও এভাবে চমকে দিতে পারবেন অথচ কেউ বুঝতেও পারবেন না যে আপনি এটি এন্ড্রয়েড মোবাইল দিয়েই করেছেন।

আজ এই পর্যন্তই। আগামিতে আবার অন্য একটি এপ্স এর রিভিও নিয়ে আসবো আপনাদের সামনে।

সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ।

Related Posts

6 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.