মোবাইল দিয়ে অনলাইন এ কাজ করে আয় করার কিছু টিপস !

অনেকেই হয়তো আছেন ভাবছেন মোবাইল দিয়ে অনলাইন থেকে আয় করা যায় কিনা ।তাহলে আসুন সে সম্পর্কে কিছু তথ্য জানার চেষ্টা করি । অনলাইনে অনেক কাজই আছে যাগুলো মোবাইল দিয়ে করা সম্ভব কিন্তু অধিকাংশ কাজই আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না । অনলাইন কাজ হচ্ছে এমন একটা কাজ যা কিনা ইন্টারনেট ব্যবহার করা আপনার কাজের ফল আদান প্রদান করা । অর্থাৎ এখানে আপনাকে কাজ করতে হলে কোথাও গিয়ে সেটা সম্পাদন করতে হবে না । অল্প করে বলতে গেলে যে কাজ করতে কোন ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয় না সেটাই হলো আপনার অনলাইন কাজ । আবার অনলাইনের সকল কাজই কিন্তু ফ্রিনেন্সিং না । অনলাইনে অনেক কাজ আছে যা করতে হলে আপনাকে নিদিষ্ঠ সময় দিতে । এ ধরনের কাজের মধ্যে কল সেন্টার জব অন্যতম ।

মূল কথায় আসি, অনলাইনে মোবাইল দিয়ে কাজ করা যায় এমন কিছু কাজের মধ্যে আছে, ট্রান্সলেট, কন্টেইন্ট রাইটিং, এফিলিয়েট মার্কেটিং, পিপিসি, ক্রিয়েটিভ রাইটিং, ফোরাম পোস্টিং, মেডিক্যাল রাইটিং, ডাটা এনালাইসিস অর্থাৎ টাইপিং জব গুলো চাইলে আপনি মোবাইল দিয়ে করতে পারেন অনলাইন । এছাড়াও  বর্তমান সময় কিছু কিছু অনলাইন ভিডিও ট্যাটাস এপ বের হয়েছে সেসব এপ ব্যবহার করেও আপনি চাইলে অনলাইন থেকে আয় করতে পারেন । ধরুন আপনি একজন এফিলিয়েট মার্কেটার এ ক্ষেত্রে আপনি সুধু লিং শেয়ার করার কাজটা আপনার মোবাইল দিয়ে করে আয় করতে পারেন অনলাইন থেকে । আবার কিছু ক্যাপচা সাইট আছে তবে সেসব সাইটে কাজ করে মাসের শেষে আপনার পকেট খরচা উঠবে কিনা সে সম্পরকে সন্দেহ আছে । ভিডিও ট্যাটাস এপ ব্যবহার করে আপনি চাইলে লাইভ এ অংশ নিয়ে বিভিন্ন মানুষের সাথে পরিচিত হয়ে সেখান থেকে আয় করতে পারেন । এ ক্ষেত্রে আপনি যখন লাইভ করবেন তখন আপনাকে আপনার ভিউয়ারদের কাছ থেকে নির্ধারিত কিছু গিফট পেতে হবে । পরে সেগুলোর বিনিময়ে আপনি নির্দিষ্ঠ পরিমান গিফট ডলারে কনভার্ট করতে পারবেন । সিপিপি এর কাজ হলো আপনি সুধু এড দেখবেন আর তাঁর জন্য সামান্য কিছু অর্থ আপনার একাউন্টে জমা হবে পরে নির্দিষ্ঠ পরিমান অর্থ জমা হলে সেগুলো আপনি উত্তলন করে নিতে পারবেন । তবে এ ক্ষেত্রে আপনার অনেক সময় ব্যয় করে সামান্য কিছু অর্থ আয় করার সুযোগ থাকবে ।

তবে বর্তমানে অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে আয় করার বেস্ট একটি প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক ও এ ধরনের কিছু এপ । যেখানে আপনি চাইলে নিজের বা অন্য কারো প্রোডাক্ট সেল করে কমিশন বা নিজের পন্য হলে তা থেকে আয় করতে পারবেন । এ ক্ষেত্রে আপনার প্রডাক্ট বিক্রি উপর নির্ভর করবে আপনার আয় ।

আবার ইউটিউব বা ফেসবুক এ ভিডিও আপলোড করেও আপনি মোবাইলের মাধ্যমে আয় করতে পারেন অনলাইন থেকে । এ ক্ষেত্রে ভালো মানের ভিডিও বানাতে হবে আপনাকে । আর সেগুলো দর্শকের মন জয় করার ক্ষমতা থাকতে হবে । এখন অনেক ভালো ভালো এপ আছে মোবাইল দিয়ে ভিডিও এডিট করার জন্য যেমন কাইনমাস্টার, ইনশর্ট উল্লেখযোগ্য ।  বর্তমান সময় কমেডি টাইপের ভিডিও গুলো বেশ দেখে দর্শক আর আপনিও চাইলে কমেডি টাইপের ভিডিও বানিয়ে তা ইউটিউব বা ফেসবুকে উপলোড করে নিজের ভিডিওতে ভিউ ও পেজ এ লাইক বা চেন্যালে সাবস্ক্রাইব বাড়িয়ে তাতে গুগল এড সেন্স এর মাধ্যমে  মনিটাইজ করে আয় করতে পারেন মোবাইলের মাধ্যমে ।

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.