উত্তরঃ মানুষের চোখ যদি একটি থাকতো তবে আমরা আমাদের দেখা দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক দূরত্ব বুঝতে পারতাম না।
ব্যাপার টা কেমন? ধরুন, আমরা আমাদের সামনে একটি গাছ দেখতেছি, গাছটির পেছনে আরেকটি গাছ আছে। প্রথম গাছ থেকে দ্বিতীয় গাছের মধ্যে একটু দূরত্ব আছে।
যখন, আমরা এক চোখ দিয়ে এই দৃশ্য টি দেখবো তখন দুইটি গাছের মাঝের দূরত্ব বুঝতে আমাদের সমস্যা হবে।
এই কারণে, আমরা এক চোখ দিয়ে সুইয়ে সুতা লাগাতে পারিনা বা পারলেও কষ্ট হয়। কারণ আমরা যখন সুই সুতাতে দিব সুইয়ের ছিদ্র আর সুতার মুখ কাছাকাছি বা দূরে আছে কিনা আমরা বুঝতে পারিনা। চাইলে আপনিও চেষ্টা করে দেখতে পারেন।

Nice
good
✅
very good information
nice
gd
nice
❤️