মানবজাতি সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো ওই নারী , প্রভুর তৈরি চমকানো এক রুপের অধিকারী

নারী
মানবজাতি সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো ওই নারী
প্রভুর তৈরি চমকানো এক রুপের অধিকারী
এক এক নারী এক এক রকম দেখতে লাগে বেশ
চোখগুলো তার তার টানা টানা দীঘল কালো কেশ
মিষ্টি মিষ্টি হাসে তারা বলে মধুর বোল
নারী হাসতে গেলে গালের মাঝে সৃষ্টি করে টোল
অহংকারের পাহাড় আছে কিছু নারীর মনে
হাত বাড়িয়ে কয়না কথা অন্য কারো সনে
নানান রকম আছে গুণ এই নারীদের মাঝে
নিজ হাতেরই কারুকার্যে অপূর্ব রূপে সাজে
সাজগোজ আর গল্প ছাড়া নেই যে কোন কাম
নারী হয়েও অন্য নারীর করছে যে বদনাম
কিছু নারী দেখলে আমি হারিয়ে ফেলি ভাষা
মনটা পুরো ফাঁকা শুধু আছে ভালোবাসা
এসব নারী দেখলে আমার রব কে আমি ডাকি
অজান্তেই চোখ জোড়া মোর আড়াল করে রাখি
বর্তমানে নারী দেখে মানব করে হায়
প্রতি মুহূর্তে এই নারীকে সবাই পেতে চায়
আমি হলাম ছোট্ট বামুন আকাশ ছুতে পাই না
নর বলো-নারী বলো কিছুই আমি চাইনা

এই বাংলা
হাত তুলে আজ ধন্য জানাই ওই বিধাতার কাছে
সার্থক আমি হলাম মাগো জন্মেছি এই দেশে
সবুজ রঙের এই দেশেরই আছে নানান রূপ
সেই রুপেরই মায়ায় পড়ে আত্মা কাঁদে খুব
যেই বাংলা মুখরিত আজ পাখপাখালির গানে
সেই বাংলা ছেড়ে যাব মন আমার না মানে
প্রভাত বেলায় দেখি যখন রক্তে মাখা সূর্য
অপূর্ব সেই দৃশ্য দেখে হারিয়ে ফেলি ধৈর্য
অজান্তেই মন চলে যায় গ্রাম বাংলার দিকে
গায়ের বধু যাচ্ছে হেঁটে মাটির কলসি কাঁখে
আঁখির পাতা ক্লান্ত হলে দেখি বাংলা মাকে
ফুলের গন্ধে ঘুমিয়ে পড়ি ওঠে পাখির ডাকে
যে দেশেতে পাহাড়-পর্বত পদ্মা-মেঘনার ঢেউ
সেই দেশকে পর করে কি ছেড়ে যাবে কেউ
রোদে পুড়েও কৃষাণীরা হাসছে মধুর হাসি
মাঠে ঘাটে ঘুরে রাখাল বাজায় মায়ার বাঁশি
নদীর বুকে নাও ভাসিয়ে গাইছে মাঝি গান
বাউল গাইছে নিজের সুরে ভরে যায় মোর প্রান
মনের দুয়ার খুলে প্রভু আবদার আমি করি
জন্ম আমার এই দেশে যেন এই দেশেতেই মরি

মাটির ঘর
একদিন তুমি বিদায় হলে সবাই হবে পর
গাড়ি বাড়ি থাকবে নাকো থাকবে মাটির ঘর
মিলবে না তো কারো দেখা রাখবা আশা কার
থাকবে সাথে সত্যে মাখা কালো অন্ধকার
সত্যের পথে চলতে যারা কর্ম ছিল ভাল
আলো হয়ে থাকবে পাশে অন্ধকার এই কালো
দিন পেরিয়ে দিন চলে যায় মিশবা মাটির সাথে
কুকর্মের সঙ্গী হলে অনল থাকবে হাতে
চিৎকার করে মনের জোর যতই তুমি কাদবা
শুনবে না কেউ মাটির তলায় থাকবে তুমি চাপা
মাটির এই ঘরের কোনো জানালা দুয়ার নাই
গোপনভাবে হবে বিচার শোনো মানব ভাই
কাছে এসে মুনকার-নাকির হিসাব তোমার নিবেন
হিসাব যদি না দিতে পাও কঠিন শাস্তি দিবেন
হাজার প্রশ্ন করবে তোমায় এক হয়ে সব মিলে
উত্তর যদি না দিতে পাও কাটা মারবেন দিলে
থাকতে তুমি যাদের সাথে সময় দিতে যারা
আজ তো তুমি একাই আছো কোথায় গেল তারা
মিথ্যে ভালোবাসতো তোমায় মায়াও করতো মিছে
জানে সবাই হচ্ছে বিচার আসবে না কেউ কাছে
এতদিনে বুঝলে তুমি সবই ছিল পর
চিরকালই থাকবে আপন এই যে মাটির ঘর

Related Posts

14 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.