Cheap price backlink from grathor: info@grathor.com

মাদক সেবন করা কতটা ক্ষতিকর

দিন দিন আমাদের দেশে মানুষ নিশার উপর আসক্ত হয়ে পড়ছে।এতে মানুষ এর অনেক ক্ষতি হচ্ছে। পরিবার এর মধ্যে অনেক ধরনের বিপদ দেখা যাচ্ছে।মাদক সেবন কারী মানুষ পরিবারে থাকার জন্য মা বাবা ভাই বোন এর অনেক অসুবিধা দেখা যায় এবং তার জন্য পরিবারে অনেক প্রকার অভাব দেখা যায়। পরিবার এর সদস্যরা অন্যের কথা গালি শুনতে হয় । যেকোনো ভালো কাজের জন্য পরিবারে সদস্যরা যেতে পারে না।দিন দিন মাদক সেবন কারীর সংখ্যা বেড়েই চলেছে। মাদক দ্রব্য এর মধ্যে প্রধান হলো মদ সিগারেট বিড়ি গাঁজা হিরোইন ইয়াবা ইত্যাদি এর চাহিদা বাড়ছে ।আর এখন ছোট ছোট ছেলে রা এগুলো সেবন করছে আর তার কারনে অনেক অসুখ বিসুখ দেখা যাচ্ছে। আর সে জন্য পরিবারে অনেক প্রকার সমস্যা দেখা দিচ্ছে তার মধ্যে হচ্ছে পরিবার এর অভাব এর কারনে বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করতে হয় । আর সেই ধার শোধ না করতে পেরে বিভিন্ন জায়গা থেকে চুরি ডাকাতি করতে হয় । পরিবার এর না খেয়ে অনাহারে দিন কাটাতে হয়। সবার কাছে ছোট হতে হয়।সে জন্য আমাদের নিরাপদে থাকতে হবে। এবং ভালো দের সাথে ঘূরতে হবে । কেউ যদি বলে চল মাদক সেবন করতে যাব ।তাকে বলতে হবে যা তুই আমি ওগুলো সেবন করবো না । আসলে সে গুলো সেবন করা উচিত নয়।মাদক খেলে আমাদের শরীরের অনেক অঙ্গ প্রত্যঙ্গ নিজতেজ হয়ে যায়। সে জন্য আমরা মাদক কে না বলবো আর আমাদের সচেতন হতে হবে মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কে ধরে দিতে হবে । আইন গত ব্যাবস্থা নিতে হবে । কারন পরবর্তী সময় সময় আমার সন্তান ও সেই মাদকের উপর আসক্ত হয়ে পরবে।সে জন্য এখন থেকে সেই ব্যবস্থা গুলো গ্রহণ করলে ও মাদক মুক্ত দেশ গড়তে পারলে দেশ ভালো ভাবে চালানো যাবে। দেশে গন্ডগোল দেখা যাবে না ।আর দেশ যদি পুরো পরী মাদক মুক্ত হয় দেশ হওয়ার কারণে দেশে শিক্ষার হার বাড়বে এবং দেশ উন্নত হবে।পরিবার এর বড় যদি ভালো ও সৎ পথে চলে এবং ছোট দের প্রতি শাসন করে তাহলে সেই পরিবার এর সন্তান গুলো ভালো হবে । সেই ছেলে গুলো কে চখে চোখে রাখতে হবে যে ছেলে গুলো দুষ্টু প্রকৃতির । যেমন বাবা মায়ের কথা শোনে না। টাকা পয়সা চুরি করা । বাবার পকেট থেকে লক্ষে টাকা চুরি পরিবার এর ব্যবহার হিত জিনিস বিক্রি করে ফেলা। তাদের পতি আমাদের খেয়াল রাখতে হবে তাহলে তাদের মাদক মুক্ত করা যাবে।।

Marketing

Related Posts

3 Comments

Leave a Reply