মাদকের হিংস্র কবলে আমাদের সমাজ

বর্তমানে আমাদের যুব সমাজকে মারাত্মক ভাবে ধংসের দিকে ঠেলে দিচ্ছে এই মাদক।
এবং এই মাদক সেবনে আমাদের যুব সমাজ এর আজ খুবই করুন অবস্থা।
মাদক সেবনে শুধু দেশের যুব সমাজ ধংস হচ্ছে তা নই,এটি আমাদের সমাজের সকল স্তরের মানুষকে হুমকির মুখে ফেলছে।

এটি থেকে আমাদের সমাজের মানুষকে মুক্ত করতে সরকারকে যথাযথ পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও বর্তমান সমাজকে এই ধংসের হাত থেকে রক্ষা করা যাই।

নিচে মাদক সেবনের ক্ষতিকর দিক গুলো তুলে দেওয়া হলঃ

ধূমপানে :

1.হার্ট এ্যাটাক ও স্ট্রোক হয়।
2.ফুসফুসে ক্যান্সার হয়।

ইয়াবা সেবনে :

1.স্মরনশক্তি ও মনযোগ দেয়ার ক্ষমতা হ্রাস পায় ।
2.হাত পা কাঁপা ও খিচুনি দেখা দেয় ।
3.পুরুষত্বহীনতা ও বন্ধ্যাত্ব দেখা দেয় ।
4.মষ্তিকের রক্তক্ষরন হয় ।
লিভার ও কিডনির ক্ষতি হয় ।

ফেনসিডিল/হিরোইন সেবনে :

1.হার্ট এটাক ও স্ট্রোক হয়।
2.ফুসফুস ও হার্টে প্রদাহ হয় ।
3.স্বাস্হ্যের দ্রুত অবনতি হয় ।
4.ফুসফুসে ক্ন্যাসার হয় ।

মধ্যপানে:

1.গ্রাস্টিক ও আলসার হয় ।
2.লিভারে সিরোসিস ও ক্যান্সার হয় ।

গাঁজা সেবনে :

1.ভালো মন্দ বিচার করার ক্ষমতা হ্রাস পায় ।
2.দৃষ্টি ভ্রম ও মতি ভ্রম হয় ।
3. স্মৃতিশক্তি হ্রাস পায় ও পাগল হওয়া সম্ভবনা থাকে ।

তাই মাদক পরিহার করুন ,
সুস্হ থাকুন ভালো থাকুন।

Related Posts

5 Comments

  1. https://grathor.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ab%e0%a7%8b%e0%a6%a8-vivo-y21t/

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.