মাত্র 12 হাজার 990 টাকা পাওয়া যাচ্ছে 5 ক্যামেরার এই 4G স্মার্টফোন

 

তথ্যপ্রযুক্তির এই যুগে স্মার্টফোনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আজ একটি চমৎকার স্মার্টফোনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা তুলনামূলক কম দামে ভাল একটি স্মার্টফোনের খোজ চাচ্ছেন , আজকের এই পোস্ট তাদের জন্য ।

তাহলে স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নিন আজকের এই পোস্ট এ ।

📲 স্মার্টফোনটির নাম হল—” টেকনো স্পার্ক 5 প্রো । ” স্পার্ক 5 প্রো এর মধ্য দিয়ে টেকনো বাজারে নিয়ে এসেছে তাদের উন্নত এআই প্রযুক্তি ও পাঁচটি ক্যামেরাসমৃদ্ধ এই স্মার্টফোনটি ।

👉অ্যান্ড্রয়েড ভার্সন: এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড টেন ভার্সন এর একটি স্মার্টফোন।

👉ডিসপ্লে: স্মার্টফোনটিতে রয়েছে 6.6″ এর বিশাল ডিসপ্লে ।

👉ক্যামেরা : এই স্মার্টফোনটি আছে মোট পাঁচটি ক্যামেরা, আপগ্রেডেড এআই প্রযুক্তি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ৩.০ এলগরিদম ও এআই সিন ডিটেকশন প্রযুক্তি।

ফোনটিতে মোট চারটি ব্যাক ক্যামেরা রয়েছে এবং ক্যামেরা গুলোর  সাথে চারটি এলইডি ফ্লাস রয়েছে । চারটি ব্যাক ক্যামেরার প্রতিটির আলাদা বিশেষত্ব রয়েছে । ব্যাক ক্যামেরা গুলোর মধ্যে প্রধান ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল এর । যা দিয়ে চমৎকার সব ছবি তোলা যায় । এর সাথে আছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এছাড়াও রয়েছে একটি 2 মেগাপিক্সেল এর ম্যাক্রো লেন্স । অর্থাৎ,  ডেপথ, প্রাইমারি ক্যামেরা, ম্যাক্রো লেন্স ও এআই লেন্স সবই আছে এই ডিভাইসে ।

স্মার্টফোনটিতে আট মেগাপিক্সেল এর ফ্রন্ট ক্যামেরা রয়েছে যার সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ । যা দিয়ে প্রাণবন্ত সেলফি তোলা যায়। কারন ছবি প্রাণবন্ত করতে এই ফোনে ব্যবহৃত হয়েছে এআই এইচডিআর টেকনোলজি।

👉র্যাম ও রম : স্মার্টফোনটিতে 4 জিবি র্যাম ও 64 জিবি রম রয়েছে। কাজেই বুঝতেই পারছেন বিশাল স্টোরেজ রয়েছে এই ডিভাইসে ।

👉নেটওয়ার্ক: 2G, 3G ,4G

👉ব্যাটারি: এতে রয়েছে 5000 মিলি অ্যাম্পিয়ার এর শক্তিশালী ব্যাটারি ।

👉সিম : ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যায় ।

👉ফেস ও ফিঙ্গারপ্রিন্ট আনলক: স্মার্টফোনটিতে ফেস ও ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধাও রয়েছে।

👉রঙ : সারা দেশে স্পার্ক ৫ প্রো দুটি নজরকাড়া রঙে পাওয়া যাচ্ছে । রঙ দুটি হলো— সিবেড ব্লু ও আইস জেডাইট ।

👉 মূল্য :”টেকনো স্পার্ক 5 প্রো” স্মার্টফোনটির বাজার মূল্য মাত্র    12,990 টাকা ।

আশা করি স্মার্টফোনটির রিভিউ আপনাদের কাছে ভালো লাগবে  ।
সবাই ভাল থাকুন ।

Related Posts

7 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.