মহা সাগর নিয়ে ক্যাপশন

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগণ। কেমন আছেন আপনারা সবাই?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সব সময়। মহা সাগর নিয়ে ক্যাপশন –

এই পৃথিবী বিশাল।বিশাল এই পৃথিবীর প্রত্যেক পড়তে পড়তে ছড়িয়ে আছে নানান ধরণের অচেন রহস্য।এই বিশাল পৃথিবীর ৩ ভাগ জল আর ভাগি একভাগ স্থল।স্থালে আমরা বসবাস করি।আর বাকি ৩ ভাগ জলে বসবাস করে নানান ধরণের জলজ প্রাণী। ৩ ভাগ জলের মধ্যে বেশির ভাগ নদী নালা,সাগর,মহাসাগর নিয়ে পরিবেষ্ঠিত।তার মধ্যে মহাসাগর সবার থেকে বিশাল।

কয়েক নদীর সমাবেশ মিলিত হয়ে যেখানে সমুদ্র হয় ঠিক তেমনি কয়েক সাগরের সমাবেশে মিলিত হয় মহাসাগর।মহাসাগরের কোন অন্ত নেই।কতশত রহস্যঘেরা যে থাকে তার অন্ত নেই।মহাসাগর নিয়ে তাই সকলের আগ্রহের কমতি নেই।মহাসাগরের রহস্য নিয়ে,তার বিশালতা,ব্যপ্তি নিয়ে কতজন যে কতশত কাব্যকথা রচনা করেছেন তার হিসাব নেই।মহাসাগর নিয়ে তাই আপনাদের সামনে কিছু ক্যাপশন তুলে ধরেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।

মহাসাগর নিয়ে ক্যাপশনঃ

১.এক ফোটা পানিতে সব মহাসাগরের সমস্ত রহস্য পাওয়া যায়।

২.মহাসাগরের কাছে থেকে আমি শিখেছি যে একজন ব্যক্তির কতটা প্রয়োজন কতটুকু প্রয়োজন তা নয়।

৩.মহাসাগরের শব্দ আত্নার সাথে কথা বলে।

৪.মহাসাগরের গন্ধ নও এবং আকাশকে অনুভর কর।

৫.মহাসাগরের শেষ নেই।

৬.মহাসাগরের তীব্রতা সকলে অনুধাবন করতে পারে না।

৭.সাগর তার অস্তিত্ব শুধু মহাসাগরেই খুঁজে পায়।

৮.সব একসময় মহাসাগরে তলিয়ে যায়।

৯.যদি কষ্ট পাও মহাসাগরকে দেখ সব অস্তিত্ব খুঁজে পাবে।

১০.মানুষের পক্ষে মহাসাগর পাড়ি দেওয়াও সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়।

১১.যদি মহাসাগর জয় করতে চাও তবে তোমাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে।

।সামনে নতুন কোন টপিক নিয়ে কথা বলব আপনাদের সামনে।ধন্যবাদ সবাইকে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

12 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.