Cheap price backlink from grathor: info@grathor.com

মনুষ্যত্ব নিয়ে উক্তি

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক এবং পাঠিকাগন। কেমন আছেন আপনারা সবাই ?আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সকলেই নিজ নিজ অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনায় ব্যক্ত  করি সবসময়।

Marketing

কথায় আছে “মনুষ্যত্ব  পরম ধর্ম”.আসলেই তাই। আমরা সামাজিক জীব। আমরা সমাজে বাস করি। কাজের স্বার্থে প্রয়োজনের স্বার্থে কিংবা না কাজে আমাদের মানুষের সাথে মিশতে হয় ,কথা বলতে হয় এবং চলাফেরা করতে হয়। একজন মানুষের বিপদে ,একজনের প্রয়োজনের আরেকজন এগিয়ে আসবে এইটাই হলো মনুষ্যত্ব  সাহায্য করবে এইটাই সত্য। কারণ মনুষ্যত্ব  আপনাকে নিজের স্বার্থ বাদ  দিয়ে অন্যের স্বার্থকে অন্যের সাহায্যে এগিয়ে যেতে  উৎসাহিত করে।

আপনি যদি কখনো কারো বিপদে সাহায্য করেন কিংবা কারো বিপদে এগিয়ে আসেন আপনার বিপদেও আপনি কাউকে না কাজে পাশে পাবেন। হয়তো সময় সবসময় একরকম থাকে না কিন্তু মনুষ্যত্ব  ঠিক বেচেঁ থাকে সবসময়। তাই চেষ্টা করবেন নিজের মধ্যে মনুষ্যত্ব  বাঁচিতে রাখবে।

মনুষ্যত্ব একজন মানুষের মনস্বত্বের বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে। মনুষ্যত্ব  নিয়ে কবি সাহিত্যিকদের উক্তির অভাব নেই। আপনাদের সুবিধার্থে কিছু মনুষ্যত্ব নিয়ে উক্তি সমূহ তুলে ধরা হল:

১.মনুষ্যত্ব ধর্ম হলো অন্যকে ভালোবাসা।

২.জীবনের মূল মানেটা হলো নিজের সব কিছু দিয়ে মানুষের সেবা করা।

৩.মনুষ্যত্ব এর প্রধান শিক্ষা এটাই যে দানের মাধ্যমে মানুষ কখনোই ফকির হয়ে যায় না।

৪.আপনার কখনোই মতো মনুষ্যত্বের  উপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়। কারণ পুরো মানবজাতি হলো এক সমুদ্রের মতো এখানে দু এক ফোটা নোংরা থাকলে কিন্তু পুরো সাগরটা দূষিত হয়।

৫.আমি মনুষ্যত্ব  ভালোবাসি কিন্তু মানুষকে ঘৃণা করি।

৬. কিছু মানুষ আছে যারা মানুষ হতেও অক্ষম।

৭.যে মূহুর্তে আপনার মানুষকে মানুষ এর মতো ভাবতে কষ্ট হয়, ঠিক তখনই আপনি মনুষ্যত্ব  হারিয়ে ফেলেন।

৮.মনুষ্যত্ব  ফেসবুক এর স্ট্যাটাস কিংবা স্টোরি এর চেয়ে অনেক বড় কিছু।

৯.জন্মের পরই আপনাকে মানুষ হিসাবে পাঠানো হয়েছে, মনুষ্যত্ব  রাখবেন কি না রাখবেন সেটার আপনার বিষয়।

১০.আমি আল্লাহ এর একজন বান্দা এবং এ কারণে আমি এটা বিশ্বাস করি যে মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা এক প্রকার পাপ।

১১.ভালোবাসাই হলো একমাত্র উপায় যার মাধ্যমে মনুষ্যত্ব  সব ধরনের রোগ থেকে বাচানো সম্ভব।

১২.ইহাই মনুষ্যত্ব যা আমাদের অ্যাধাত্মিক বানায় এবং আত্মা সেটাই যা আমাদের মানুষ বানায়।

১৩ মনুষ্যত্ব  হারিয়ে যাবে তখন আমরা নিজেদের মানুষ হিসাবে পরিচয় দেয়ার কোনো অধিকারই রাখবো না।

১৪.মনুষ্যত্ব  হারিয়ে যাচ্ছে কেননা মানুষ তার জীবনযাত্রায় বিবেককে কম্পাস হিসাবে ব্যবহার করতে ভুলে যাচ্ছে।

১৫.পৃথিবীকে মানবতার দোলনা বলা হয়, তবে মানুষ সারাজীবন এই দোলনায় থাকতে পারে না।কেননা একটা সময় তার ভিতর মনুষ্যত্ব  অভাব দেখা যায়।

ধন্যবাদ সবাইকে। সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related Posts

5 Comments

Leave a Reply