Cheap price backlink from grathor: info@grathor.com

মধ্যবিত্ত বাবার জীবন কাহিনী

ঈদ বা কোন অনুস্ঠানে আমরা নুতন জামা কাপুড় কেনা জন্য পাগোল হয়ে যাই।বাবাকে বলি জামা কাপুড় কিনে দিতে।

কিন্তু আমরা একবার ও কি চিন্তা করেছি সে কি পরে অফিসে যায়। বাহিরে কি খায়। অথচ সে বাহিরে কিছু খেলে তা বাসার জন্য নিয়ে আসেন।কারন তিনি তার ছেলে মেয়েকে ছাড়া খেতে পারেনা কস্ট লাগে।

Marketing

অফিসে কোন কনফারেন্স হলে তখন সেখানে কোন খাবার প্যাকেট দিলে বাসার জন্য পাঠিয়ে দেয় সে নিজে না খেয়ে।বাবারা এমন এই হয়।

ঈদের সময় বা কুরবানির সময় তার ছেলে-মেয়ে,পরিবারকে কেনাকাটা করে দেয়ার জন্য কতো কিছু করেন,শুধু পারে না তার রক্ত বিক্র‍য় করতে তা ছাড়া সব করে।অনেক কস্টো করে টাকা জমিয়ে কেনা-কাটা করে দেয়।

এতো কিছু জানার পর ও বা বোঝার পর ও যদি আপনাদের ইচ্ছে হয় আপনাদের বাবার সাথে খারাপ ব্যবহার করবেন তাকে কস্টো দিবেন।তার কথা অমান্য হবেন হতে পারেন।কিন্তু একটা কথা মনে রাইখেন বাবা মাকে কস্ট দিয়ে কেউ সুখি হতে পারেনি আর আপ্নিও হতে পারবেন না।

হাজারো সেলুট বাবা তোমাকে।

Related Posts

6 Comments

Leave a Reply