রবি দিচ্ছে মঙ্গলবারের মঙ্গলমগ ওফার, ২জিবি ইন্টারনেট প্যাকেজ পাচ্ছেন ৭ দিন মেয়াদে আসুন এই মঙ্গলময় ওফারটির সম্পর্কে কিছু জেনে নি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং অনন্য জাতির প্রতি আমার আন্তরিক থেকে ভালোবাসা রইলো। কেমন আছেন? আসা করি ভালো আসেন।
রবি দিচ্ছে মঙ্গলবারে মঙ্গলময় ওফার ২ জিবি ৭ দিনের জন্য ৫৫ টাকায় ওফারটি কিনতে ডায়াল করুন *121*067#
আসা করি আগে ওফারটি চেক করে নিবেন কারণ একওই কোড দিয়ে এই ওফার গুলো কিনতে পারবেন না যদিও আপনার জন্য ওফারগুলো থাকে। তাই আগে চেক করে নিবেন।
চেক করতে *৯৯৯# ডায়াল করুন অথবা মাই রবি অ্যাপ ওপেন করে এই সকল ও স্পেশাল সব ওফার জানতে পারবেন। আর তাছাড়া আপনি রবি অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি লাইভ চ্যাট করে আপনি এই ওফারের কোড নিতে পারবেন যদি আপনার জন্য ওফারটি প্রযোজ্য হয়।
এই ওফারটি প্রিপেইড গ্রাহকরা নিতে পারবেন। ওফারটি চলবে পরবর্তীতে ঘোষণা না আসা পর্যন্ত ।
আসা করি পোস্টটি ভালো লেগেছে। ভালো থাকবেন,সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Ok
nice post
nice
জেনে আসুন মুদ্রাস্ফীতি কি এবং কিভাবে হয় নিচের পোস্ট এ?
https://grathor.com/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ab%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%be/
ok
ok