ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা

আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক পাঠিকা করো না আশা করি আপনারা সকলে যে যার অবস্থানে ভালো আছেন এবং সুস্থ আছে।আপনারা সকলেই যে যার অবস্থানে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সেই কামনাই ব্যক্ত করি সবসময়।

ভালোবাসা পৃথিবীর পবিত্র সম্পর্কগুলোর মধ্যে একটি।ভালোবাসা হয়ে থাকে বন্ধুত্ত,পরিবারে।ভালোবাসার সেই সাক্ষী হতে প্রতি বছর ১৪ই ফেব্রুয়ারিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়।প্রতিবছর ভালোবাসা দিবস নতুন অনূভুতি নিয়ে, নতুন ভালোলাগা নিয়ে আসে।

ভালোবাসা হয়ে থাকে এক নতুন অনূভূতির থেকে। আপনি আপনার পছন্দের মানুষটির জন্য হয়ত অনেক ধরণের পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। হয়ত অনেক উপহাত সাজিয়ে রেখেছেন।কিন্তু কখনো কি ভেবে দেখেছেন তাকে নিয়ে আপনার লিখ দুটি লাইন তাকে কতখুশি করতে পারে?তাই আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি কিছু ভালোবাসার বার্তা। আশা করি
আপনাদের উপকার হবে।

তোমাকে মন থেকে আমি কতটা ভালোবাসি এটা প্রকাশ করার জন্য ভালোবাসি এই শব্দটা অনেক ছোট হয়ে যায়। তোমাকে আমি যে পাগলের মতো ভালোবাসি এটা বুঝানোর জন্য আমার এক জীবন খুব ছোট হয়ে যায়”।

২। এই ভালোবাসা দিবসে তোমার প্রতি আমার হৃদয় দিয়ে ভালোবাসা রইলো। এভাবেই যেন সারাটি জীবন তোমার হাতে হাত রেখে পাশে চলতে পারি।

“এই ভালোবাসা দিবসে তোমার জীবন সবসময় মধুর ও আনন্দের হোক এই শুভ কামনা করি”।

৪। “আজকের এই দিনটি শুধু তোমার আর আমার। আমি যেন আর অপেক্ষা করতে পারছিলাম না কখন এই দিনটি আসবে”।

৫। “আজকের এই বিশেষ দিনে বার বার মনে হচ্ছে আমি তোমাকে পেয়ে ধন্য এবং আমি কৃতজ্ঞ তুমি বিপদে আপদে আমার পাশে আছো”।

৬.ভালোবাস শব্দটা সবসময় নতুন, কখনোই তা মলিন হয় না, এর রং ধূসর নয় কিংবা বর্নহীনও নয়, যা আছে তা রংধনুর রঙে রাঙ্গানো। হোক না সেটা অনেক বিভেদ, তারপরেও ভালোবাসা শুধুই ভালোবাসা। সবকিছুর পর বলবো শুধুই ভালোবাসি”।

৭। “তোমাকে শুধু কাছে পাওয়ার জন্যই আমি ভালোবাসি না। শুধুমাত্র ভালো লাগার নামই ভালবাসা বুঝায় না। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা।

৮। “তুমি সর্বদা আমার মন জুড়ে অবস্থান করো, তুমি আমাকে হাজার কষ্ট দিলেও তোমাকে ভোলা সম্ভব নয়”।

৯। “এক মুহূর্ত তোমাকে না দেখলে আমার নিশ্বাস বন্ধ হয়ে যায়”।

১০। “তুমি আমার হৃদয়ের খনি, ভালোবাসি তোমাকে”।

১১। “তুমি যতো দুরেই থাকো না কেন তুমি সবসময় আমার মন জুড়ে থাকো”।

১২। “আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তোমার মুখের ছবি সবসময় আমার মনে ভাসে। যা কখনো মুছে ফেলা সম্ভব নয়”।

১৩। “আল্লাহ মহান, কারণ তিনি আমাকে তোমাকে ভালোবাসার জন্য একটি মন দিয়েছেন”।

১৪। “আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমাদের প্রথম ভালোবাসা একসাথে ভাগ করতে পারব, আমার কাছে এই প্রথম ভালোবাসা দিবসটি স্মরণীয় হয়ে থাকবে”।

১৫। “যখন কোন মুহূর্ত আমি তোমাকে ছাড়া থাকি তখন আমার চোখের জলে সমুদ্রের পানি নীল হয়ে যায়, তুমি আমার হৃদয়, সব সময় আমার মনের মাঝে থাকো”

১৬। “তুমি আমার চোখে সব সময় সুন্দর, তোমার ঐ চোখের দিকে তাকিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলি”।

১৭। “সারাজীবন আমার পাশে থেকো”।

১৮। “তুমি শুধুই আমার আগামিকালের জন্য, চিরকালের জন্য এবং পরের জন্মেও আমি তোমাকেই চাই”।

১৯। “বিধাতা শুধুমাত্র আমার জন্য তোমাকে সৃষ্টি করেছেন, কারণ তিনি জানেন কেউ আমার চেয়ে বেশি তোমাকে ভালবাসতে পারবে না”

২০। “আমি তোমার মতো জীবনসঙ্গী পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি”।

২১। “আমি চাই আমার জীবনের প্রতিটি সময় তোমার সাথে কাটাই, প্রতিটি সেকেন্ড আমি তোমার জীবনের সাথে ভাগ করতে চাই”।

২২। “যখন আমি নিজের কথা ভাবি তখন মনে হয় তুমি ছাড়া আমি অর্থহীন”।

২৩। “আজকের জন্যও তোমাকে ভালোবাসি, আগামীকালের জন্যও তোমাকে ভালোবাসি, চিরকালের জন্যও আমি তোমাকেই ভালবাসবো”।

২৪। “আমি আমার থেকেও তোমাকেই বেশি ভালোবাসতে চাই, তুমি কি সেই অধিকারটুকু আমাকে দিবে?”

২৫।“জীবনটা অনেক সুন্দর, যদি কারো ভালোবাসায় এ জীবন পূর্ণতা পায়, যদি কেউ তোমার কষ্টটা ভাগ করে নিতে চায়। আর আমি তোমার কষ্ট গুলো নিতে চাই। আমার সকল আনন্দ তোমার মাঝে বিলিয়ে দিতে চাই”।

২৬। “স্বপ্ন পূরন এর সঙ্গী হয়ে সারা জীবন তোমার পাশেই থাকতে চাই”।

২৭। “ভালো তো তাকেই বাসা যায়, যে তোমাকে কাদিয়ে কিছুক্ষণ পর এসে তোমার কপালে চুমু দিয়ে তোমাকে জরিয়ে ধরে বলবে “sorry” আই লাভ ইউ”- তাই আমিও বলব আমি তোমাকে খুব খুব বেশি ভালবেসেছি”।

২৮। “ভালোবাসার জন্য অনন্ত কালের প্রয়োজন নেই। এক মুহূর্তই যথেষ্ট”

ধন্যবাদ সবাইকে।সামনে নতুন কোন টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।
মাস্ক পড়ুন
সুস্থ থাকুন

Related keyphrase: ভালোবাসা দিবসের শুভেচ্ছাবাণী, ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা, বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা 2021

Related Posts

4 Comments

Leave a Reply

⚠️

Ad Blocker Detected

Our website uses advanced technology to provide you with free content. Please disable your Ad Blocker or whitelist our site to continue.